বুধবার, ৩১ মে, ২০২৩, ০৩:৪৯:২৩

সিদ্ধার্থ-কিয়ারার পরিবারে এলো নতুন অতিথি!

সিদ্ধার্থ-কিয়ারার পরিবারে এলো নতুন অতিথি!

বিনোদন ডেস্ক: চলতি বছরের ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। তবে বিয়ের পর থেকেই দুই জনে ব্যস্ত নিজেদের কাজ নিয়ে৷

বিয়ের ৩ মাস কেটে গেলেও এখনও হানিমুনে যাওয়ার সময় পাননি তারকা দুটি৷ যদিও কাজের সূত্রেই মাঝখানে জাপানে গিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা৷ এবার ভক্তদের সুখবর শোনালেন তারা৷

কিয়ারা ও সিদ্ধার্থর পরিবারে এবার হাজির নতুন অতিথি৷ বিয়ের পরই সেই সুখবর জানিয়েছেন ভক্তদের৷ এবার বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনলেন নায়িকা, যার দাম ২.৭০ কোটি টাকা৷

সূত্র বলছে, কালো রঙের মার্সিডিজ গাড়ি করেই আজকাল শুটিংয়ে যাচ্ছেন কিয়ার আদবানি৷ তবে গাড়িটি নিজেই কিনেছেন, নাকি সিদ্ধার্থর থেকে উপহার পেয়েছেন, তা এখনও জানা যায়নি৷

'শেরশাহ' ছবির পর এখনও পর্যন্ত একসঙ্গে দেখা যায়নি কিয়ারা ও সিডকে৷ তবে শোনা যাচ্ছে,শীঘ্রই সিদ্ধার্থের সঙ্গে বড়পর্দায় দেখা যাবে তাদের৷ বিয়ের পর এটাই হবে তাদের প্রথম কাজ৷ করণ জোহরের প্রযোজনাতেই নাকি একসঙ্গে দেখা যাবে৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে