শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০২:৩৬:৫২

নতুন পরিচয়ে টেলিসামাদের আত্মপ্রকাশ

নতুন পরিচয়ে টেলিসামাদের আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক : টেলিসামাদকে জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবেই সবাই চেনেন। তবে অভিনয়ের বাইরে লেখালেখি, গান ও ছবি আঁকার প্রতিও প্রবল ঝোঁক রয়েছে তার। অনেকে হয়তো জানেন তিনি ভালো গানও করতে পারেন। তবে এসবের বাইরে এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।

সেটা হচ্ছে এবার একটি নাটক নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন টেলিসামাদ। আর এ নাটকের গল্পটি তিনি নিজেই লিখছেন। এ প্রসঙ্গে টেলিসামাদ বলেন, গ্রামীণ প্রেক্ষাপটের কাহিনী নিয়ে এই নাটকটি তৈরি করব। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। প্রাথমিকভাবে নাটকের গল্পটা লেখা শুরু করেছি। ফেব্রুয়ারির শেষে এর শুটিং শুরু করার ইচ্ছে আছে। পরিচালনার পাশাপাশি এ নাটকে আমাকে অভিনয়ও করতে দেখবেন দর্শকরা।

প্রসঙ্গত, নজরুল ইসলামের পরিচালনায় ১৯৭৩ সালের দিকে ‘কার বৌ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এই অঙ্গনে পা রাখেন টেলি সামাদ। তবে তিনি দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো ‘পায়ে চলার পথ’। আর সেই থেকে পথ চলা শুরু হয় টেলি সামাদের।

এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন টেলি সামাদ। অভিনয়ের বাইরে ৫০টির বেশি চলচ্চিত্রে তিনি গান  গেয়েছেন। এছাড়া, কলকাতার কয়েকটি ছবিতেও গান করেছেন। বর্তমানে এই অভিনেতা ক্যামেরার সামনে অভিনয়ের চেয়ে দেশের বিভিন্ন জেলায় মঞ্চে শো করেন বেশি, যেখানে তিনি গান গেয়ে দর্শকদের মন মাতান। -মানবজমিন

৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে