শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১০:৩২:০১

কোনও চরিত্র বা ছবিকে ছোট করে দেখি না: সান্যা

কোনও চরিত্র বা ছবিকে ছোট করে দেখি না: সান্যা

স্নেহা সামন্ত: বলিউডে যাত্রা শুরু করেছিলেন কুস্তির রিং থেকে। আমির খানের মতো তাবড় তারকার মেয়ের ভূমিকায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ তার। গত সাত বছরে যদিও সেই তারকার ছায়া থেকে বেরিয়ে এসে নিজেকে সদর্পে প্রতিষ্ঠা করেছেন অভিনেত্রী সান্যা মালহোত্র। 

একের পর এক ভরসাযোগ্য পারফরম্যান্সের মাধ্যমে তৈরি করেছেন নিজস্ব দর্শক। নতুন প্রজন্মের অন্যতম নজরকাড়া অভিনেত্রী তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ছবি ‘কাঁঠাল— আ জ্যাকফ্রুট মিস্ট্রি’। 

সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে গত সপ্তাহ খানেক ধরেই শীর্ষে রয়েছে এই ছবি। সান্যার এর পরের গন্তব্য ‘জওয়ান’। ‘পাগলেইট’, ‘মীনাক্ষি সুন্দরেশ্বর’-এর পরে ‘কাঁঠাল’। নেটফ্লিক্সে এক নম্বরে থাকার হ্যাটট্রিক হয়ে গেল! কেমন লাগছে?

সান্যা বলেন, ওটিটি প্ল্যাটফর্ম, বিশেষত নেটফ্লিক্স আমার জন্য খুব লাকি। সব ছবিই দর্শকের কাছ থেকে বেশ ভাল সাড়া পেয়েছে। দর্শক থেকে ইন্ডাস্ট্রির ছবি নির্মাতারা আমাকে অভিনেত্রী হিসাবে গ্রহণ করেছেন, আমাকে স্বীকৃতি দিয়েছেন। আমি ভীষণ খুশি। দর্শকের কাছে আমি কৃতজ্ঞ।

আমির ও শাহরুখ খানের মতো দুই তাবড় তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সান্যা বলেন, এটা তো রীতিমতো স্বপ্নপূরণ! বাকেট লিস্টে ছিল এটা আমার, এত দিনে সেটায় টিক চিহ্ন পড়ল! আমি এ রকম একটা সুযোগ পেয়েই ভীষণ খুশি হয়েছি।

অভিনেত্রী বলেন, আমি সব সময় মনে করি, কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। আমি এখনও পর্যন্ত যা যা সুযোগ পেয়েছি, সব সময় নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। চ্যালেঞ্জ নিতে আমি কখনও পিছপা হইনি। 

সান্যা বলেন, আমি এটা বিশ্বাস করি যে, নিজের কমফোর্ট জ়োন থেকে না বেরোনো পর্যন্ত সাফল্য অর্জন করা যায় না। পাশাপাশি, আমি এখনও পর্যন্ত যা যা সুযোগ পেয়েছি, কোনও সুযোগকেই আমি হেলাফেলা করিনি। কোনও চরিত্র বা ছবিকে ছোট করে দেখিনি। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে