বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই অ'ত্যা'চার চালান প্রেমিক। লাগাতার ধ'র্ষ'ণ, এমনকি ধ'র্মা'ন্তক'রণের জন্যও চাপ দিতেন। তবে এতদিন এর বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না। প্রেমিকের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন এক তরুণী অভিনেত্রী।
ঘটনাটি মুম্বাইয়ের। সেখানকার স্থানীয় থানায় সম্প্রতি বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন তরুণী অভিনেত্রী মানভি রাজ সিং। অভিযোগ তার নিজেরই প্রেমিকের বিরুদ্ধে। দাবি, দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধ'র্ষ'ণ করেছে প্রেমিক। তাঁকে ধ'র্মা'ন্তক'রণের জন্য চাপও দিয়েছেন।
এমনকি দাবি না মানায়, তাকে খু'ন করতেও উদ্যত হয়েছিলেন ওই প্রেমিক। কিন্তু এমন একজনের সঙ্গে কেন সম্পর্কে জড়িয়েছিলেন তিনি? এই প্রশ্নের উত্তরে তরুণীর দাবি, প্রথমে ভুল পরিচয় দিয়েছিলেন প্রেমিক। জানিয়েছিলেন, তার নাম যশ।
এই নাম শুনে কোনও সন্দেহ হয়নি তার। আর হবেই বা কী করে, তখন তো তিনি মডেল হওয়ার স্বপ্নে বুঁদ হয়ে রয়েছেন! আর সেই স্বপ্ন তাকে দেখিয়েছিলেন ওই ব্যক্তিই। ২০২০ সালে রাঁচির এক মডেলিং ওয়ার্কশপে পরিচয়। তারপর মুম্বাই চলে আসেন ওই তরুণী।
যোগ দেন ওই ব্যক্তির মডেলিং এজেন্সিতে। কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর চার মাস। এরমধ্যেই তরুণী বুঝতে পারেন তাকে ঠকানো হয়েছে। যশ নামের ওই ব্যক্তি আসলে ইসলাম ধর্মাবলম্বী। তাঁর নাম তনভীর আখতার লাকি খান।
এরপরই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান ওই মডেল। তখনই শুরু হয় ব্ল্যা'কমে'লিং। লিখিত অভিযোগ মারফত পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, ২০২১ সাল থেকে তাকে লাগাতার ধ'র্ষ'ণ করে আসছেন তানভীর।
প্রায়শই চাপ দিয়েছেন ধর্ম পরিবর্তন করে মুসলিম হওয়ার জন্য। এমনকি মুখ খুললে খু'নের হু'ম'কিও দিয়েছেন তানভীর। তাই এতদিন বাধ্য হয়েই চুপ ছিলেন। তবে এবার সাহস যুগিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।
সিনেমাটি দেখার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মডেল তরুণী। ঘটনার বিস্তারিত বিবরণ শুনে এফআইআর দায়ের করে পুলিশও। তবে তদন্তের ভার এই মুহূর্তে রয়েছে রাঁচি পুলিশের কাছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তনভীর।