বিনোদন ডেস্ক: অনুষ্ঠানের মাঝেই গু'লিবি'দ্ধ হয়ে গু'রুতর আহ'ত হলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নিশা উপাধ্যায়। গানের মাঝে ব'ন্দু'ক দিয়ে আকাশের দিকে গু'লি ছোঁড়ার সময়ই আহ'ত হন নিশা।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সরন জেলার সেনদুরবা গ্রামে। তবে এই ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এক ভিডিও থেকেই এই খবর জানা যায়।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গু'লিব'র্ষনের ফলে গায়িকা নিশার বাম উরুতে গু'লি লাগে। এই ঘটনার পরেই নিশাকে পাটনার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গায়িকার চোট বেশ গু'রু'তর।
এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিহারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রাইও। তার বক্তব্য, সংস্কৃতির আসরে উদ্যাপনের জন্য গু'লি চালানো বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার কথাই বলেন তিনি। পুলিশ গোটা ঘটনার তদ'ন্ত চালাচ্ছে।