বিনোদন ডেস্ক: কের পর এক তারকার রহস্যজনক মৃত্যু! গত ২৬ মার্চ সকালে উত্তরপ্রদেশের বারাণসীর হোটেলের ঘরে উদ্ধার হয় আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত দেহ। শুটিং করতে গিয়েছিলেন। সেখানেই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।
যা নিয়ে তোলপাড় হয়েছিল। এরপর জল গড়িয়েছে অনেকদূর। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রীর প্রেমিক সমর সিংকে। এবার ফাঁস হল আরও চাঞ্চল্যকর তথ্য। আকাঙ্ক্ষা দুবের মৃত্যুরহস্যে নয়া মোড়।
ভোজপুরী অভিনেত্রীর মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এসেছিল আরও বেশ কয়েকটি তথ্য। মৃত্যর আগে এক ব্যক্তি ১৭ মিনিটের জন্য দেখা করতে আসেন তাঁর সঙ্গে। এরপরই কান্নার এক ভিডিও পোস্ট করেন। তারপরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় আকাঙ্ক্ষার।
ময়নাতদন্তের রিপোর্টে কবজিতে ক্ষতের চিহ্নর পাশাপাশি য'কৃ'তে পাওয়া গিয়েছিল ২০ মিলিলিটারের মতো এক তরল। এবার আকাঙ্ক্ষার মৃতদেহের জামাকাপড় পরীক্ষা নিরিক্ষা করার রিপোর্টে যা পাওয়া গিয়েছে, তাতে রহস্য আরও ঘনীভূত হল।
আকাঙ্ক্ষা দুবের অ'ন্তর্বা'সে বী'র্যের স'ন্ধা'ন পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই যা ফ'রে'ন্সি'ক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত সমর সিং, সন্দীপ সিং, সঞ্জয় সিং এবং অরুণ পাণ্ডের ডিএনএর নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি মুত্যুর আগে শারীরিকভাবে নি'গৃ'হী'ত হয়েছিলেন ভোজপুরী অভিনেত্রী?