শুক্রবার, ০২ জুন, ২০২৩, ০৫:১৪:৫২

সড়ক দুর্ঘটনার কবলে ‘পুষ্পা-২ টিম’, কেমন আছেন আল্লু অর্জুন?

সড়ক দুর্ঘটনার কবলে ‘পুষ্পা-২ টিম’, কেমন আছেন আল্লু অর্জুন?

বিনোদন ডেস্ক: বুধবার ভারতের তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন পুষ্পা-২ টিমের সদস্যরা। একটি বাসে ছিলেন শিল্পীরা আর অন্য একচি বাসে ছিল সরঞ্জাম। হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া হাইওয়েতে নারকেতপল্লী নামক একটি জায়গায় দুর্ঘটনার মুখে পড়ে এই বাস। 

এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই শিল্পী। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়। জানা যাচ্ছে, সুস্থ আছেন ছবির মুখ্য অভিনেতা আল্লু অর্জুন।

পুষ্পা ২-এর পরিচালক সুকুমার এই ওয়েব সিরিজের শ্যুটিং করছেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায়। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রথম দফার শ্যুটিং। জঙ্গলে ঘেরা সেটি পাহাড়ি অঞ্চল। যদিও এই দুর্ঘটনা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আনেননি ছবির টিম। 

প্রসঙ্গত, ২০২১ সালে পুষ্পার দুর্দান্ত সাফল্য দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির গতিপথ পরিবর্তন করে দেয়। ‘পুষ্পা: দ্য রাইজ়’ বক্স অফিসে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যবসা করেছিল। এই ছবির সাফল্যের পর ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছে দর্শক।

নির্মাতারা পর পর বহু প্রতীক্ষিত পুষ্পা ২-এর বিভিন্ন আপডেট দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবির একটি বিশেষ ভিডিও শেয়ার করার পরে, প্রধান অভিনেতা আল্লু আর্জুন এবার নিজের একটি পোস্টার শেয়ার করেছিলেন সম্প্রতি।

এই পোস্টার সামনে আসার পরেই দর্শকরা মনে করেন এই সিনেমা আগামীদিনে গেম চেঞ্জার হতে পারে। পুষ্পা-২ তেও ১-এর ধারাবাহিকতা বজায় রেখে উপস্থিত থাকছেন অল্লু আর্জুন, রাশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল। এই ছবির পরিচালক, ও চিত্রনাট্যকার ও সুকুমার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে