বুধবার, ২১ জুন, ২০২৩, ০৪:২১:১৫

ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর কাজল-তামান্নার 'লাস্ট স্টোরি ২' (ভিডিওসহ)

ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর কাজল-তামান্নার 'লাস্ট স্টোরি ২' (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক: শরীর হল অনেকটা ‘মাউন্ট ফুজির মতো’, আর লালসা সেখানে ‘লাভার মতো ছলকে’ পড়ে। লাস্ট স্টোরি ২-এর ট্রেলারর শুরু নীনা গুপ্তার মুখের এরকমই কথা দিয়ে। আর শুরুই বুঝিয়ে দেয় পরের কয়েক মিনিটে কোন চমক থাকবে। 

এই দাদি নীনাই তার নাতনি (মৃণাল ঠাকুর)-কে পরামর্শ দেন ‘গাড়ি নেওয়ার আগে টেস্ট ড্রাইভ করো তো? তাহলে বিয়ের আগে টেস্ট ড্রাইভ করবে না কেন?’ নাতনিকে দেওয়া মায়ের উপদেশ শুনে চোখ কপালে ছেলে-মেয়ের। মেয়ের বাবার প্রশ্ন, ‘মা তুমি কি চাও যত ছেলে দেখা হবে ও কি সবার সঙ্গে…!’

ট্রেলারের শেষে, নীনার চরিত্রটি তার নাতনিকে প্রশ্ন করে, ‘মাউন্ট ফুজি হল?’ এখানে মৃণালের বিপরীতে অঙ্গদ বেদীকে দেখানো হয়েছে। অপর গল্প কাজলের। একেবারে ডি-গ্ল্যাম অবতারে। যে সন্দেহ করে তার বাড়ির কাজের লোকের প্রতি খারাপ নজর রয়েছে তার স্বামীর। আর এই সন্দেহের বশেই কাজ থেকে ছাড়িয়ে দেয়। 

সিনেমায় খুব সম্ভবত কুমুদের সঙ্গে কাজলের একটি ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে, ট্রেলারে যার আভাস পাওয়া যায়। তৃতীয় গল্প হল তিলোতমা সোমের। যে নিজের বাড়ির কাজের লোক (অম্রুতা সুভাষ)-কে দেখে ফেলে তারই বেডরুমে ডেলিভারি বয়ের সঙ্গে সে’ক্স করতে। 

তাকে ফোনে এক বন্ধুকে বলতে দেখা যায়, ‘সীমা দিদি আমার বিছানায়!’ পরের দৃশ্যে তাদের দুজনের মধ্যে ঝামেলা চলে কে বেশি ‘নোংরা অওরত’ তা নিয়ে। আর লাস্ট স্টোরিজের চার নম্বর গল্প তামান্না ভাটিয়া আর বিজয় বর্মার। 

যারা ১০ বছর আগে প্রেমিক-প্রেমিকা ছিলেন। সম্পর্ক ভাঙার পর বিয়ে করে নেন বিজয়। কিন্তু পুরনো প্রেমিকা তামান্নাকে দেখেই তার শারীরিক চাহিদা মাথাচাড়া দিয়ে ওঠে। যদিও এবারে আর বিছানায় যেতে নারাজ তামান্না ‘বিবাহিত পুরুষের সঙ্গে’।

লাস্ট স্টোরিজ ২ পরিচালনা করেছেন অমিত আর শর্মা, আর বাল্কি, সুজয় ঘোষ এবং কঙ্কনা সেনশর্মা। কোন পরিচালক কোন শর্ট ফিল্মটি পরিচালনা করছেন তা এখনও ট্রেলার থেকে স্পষ্ট নয়। প্রথমটির মতো দ্বিতীয়টিও প্রযোজনা করেছে রনি স্ক্রুওয়ালার আরএসভিপি মুভিজ এবং আশি দুয়ার ফ্লাইং ইউনিকর্ন এন্টারটেইনমেন্ট। এটি ২৯ জুন নেটফ্লিক্স ইন্ডিয়াতে মুক্তি পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে