রবিবার, ২৫ জুন, ২০২৩, ১১:৪০:৫৬

বড় বোন নুসরাতের মতো বোল্ডনেস ও গ্ল্যামারস তার ছোট বোনও!

বড় বোন নুসরাতের মতো বোল্ডনেস ও গ্ল্যামারস তার ছোট বোনও!

বিনোদন ডেস্ক: টলিউডের অন্যতম গ্ল্যামারস অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নুসরাত জাহান। তার বোল্ডনেস ও সিজলিং লুকস সবসময়ই পুরুষ হৃদয়ে ঝড় তোলে। সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার জন্য প্রায়ই শিরোনামে উঠে আসে তার নাম। 

যশের সঙ্গে লিভ ইন থেকে শুরু করে তাঁর মা হওয়া নিয়ে ইন্ডাস্ট্রিতে কম জলঘোলা হয়নি। তবে জানেন কি, অভিনেত্রীর ছোট বোন নুজহাত জাহানকে নিয়েও নেহাত চর্চা কম নয়। নুসরাত তার বোন নুজহাতের সঙ্গে প্রায়ই নিজের ছবি দিয়ে থাকেন। দুইজনের গলায় গলায় ভাব। 

নুজহাত যেমন দিদির ছবি দেন, নুসরাতও বোনের সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নেন নেটমাধ্যমে। গ্ল্যামারের দিক থেকে কোনও অংশে কম নন নুজহাত। দিদির মতোই ডাকসাঁইটে সুন্দরী তিনি। নুসরাতের বোন যে বেশ সুন্দরী, এ কথা অনেকেই বলেন। 

তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করতেও দেখা গিয়েছে নুসরাত-ভক্তদের। কোথায় থাকেন, কী করেন নুজহাত? জানা গিয়েছে, পেশায় ফ্যাশন ডিজাইনার নুজহাত জাহান। নুসরাতের মতো তিনি অভিনয় জগতে আসেননি। কানাডার টরন্টোতে থাকেন। সেখানেই পড়াশোনা করছেন তিনি। 

নায়িকা নুসরাতের চেয়ে জীবনযাত্রায় তিনিও কিছু কম যান না। নুজহাতকেও নুসরাতের মতো ‘ফ্যাশনিস্তা’ বলা চলে। বোনের সঙ্গে বন্ধুর মতোই মেশেন নুসরাত। মাঝেমধ্যেই নেটমাধ্যমে ছবি দেন তার সঙ্গে। তবে নিজেকে আগাগোড়াই প্রচারের আড়ালে রেখেছেন নুজহাত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে