শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১১:৫৮:৪২

এই মেয়েটিই কি সেই মেয়ে?

এই মেয়েটিই কি সেই মেয়ে?

বিনোদন ডেস্ক : তবে কি জিয়া খানের সন্দেহ ঠিকই ছিল? সত্যি কি সমান্তরাল ভাবে আরো একটি সম্পর্ক চালিয়ে গিয়েছেন সুরজ পাঞ্চোলি? পাপারাজ্জিদের ক্যামেরায় সুরজের সঙ্গে এক যুবতী একই ফ্রেমে ধরা পড়ার পর সেই সন্দেহই আরো জোরালো হচ্ছে।

জিয়ার অভিযোগ ছিল, অন্য এক গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে তাকে মিথ্যে বলেছেন সুরজ। সেই মেয়েটিকে ঘিরেই অশান্তির সূত্রপাত্‍‌। সেই মনোমালিন্য থেকেই তীব্র অবসাদে আত্মহত্যা করেছিলেন জিয়া। এই মেয়েটিই কি সেই মেয়ে?

বৃহস্পতিবার রাতে ১০টা নাগাদ মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা আদিত্য পঞ্চোলির ছেলের সঙ্গে একই গাড়িতে দেখা যায় ওই যুবতীকে। সঙ্গে ছিলেন সুরজের এক বন্ধুও। পাপারাজ্জিদের দেখেই মুখ লুকিয়ে ফেলেন মেয়েটি। পাপারাজ্জিদের নজর এড়াতে গাড়ি নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যান।

২০১৩ সালের ৩ জুন অস্বাভাবিক মৃত্যু হয় গজনী ও নিঃশব্দের পার্শ্ব অভিনেত্রী নাফিসা আলি ওরফে জিয়া খানের। সুইসাইড নোটের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজের বিরুদ্ধে। এই মামলার চার্জশিটে সিবিআই জানিয়েছিল, মৃত্যুর আগে সন্তানের মা হতে যাচ্ছিলেন জিয়া। কিন্তু তার বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলি তাদের সম্পর্ক জানাজানি হয়ে যাওয়ার ভয়ে কিভাবে নিজে হাতে সেই সন্তান নষ্ট করেছিলেন, এ বিষয়টিও উল্লেখ ছিল রিপোর্টে।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে