রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ১২:০৪:৫৩

সন্তানদের নিয়ে এ কি বললেন শাহরুখ খান!

সন্তানদের নিয়ে এ কি বললেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : কাজের চাপে পরিবারকে বেশি সময় দিতে পারেন না বলিউড কিং শাহরুখ খান। তবে অবসর পেলেই দুই ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানার সঙ্গে সময় কাটান সুপারস্টার শাহরুখ খান। শাহরুখ জানিয়েছেন, সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভীষণই পছন্দ করেন তিনি। সন্তানরাই তার সবথেকে প্রিয় বন্ধু। শাহরুখ জানিয়েছেন, শৈশবে তিনিও খুব দুষ্টু ছিলেন। দ্বীপাবলীর সময় প্রতিবেশীদের লেটার বক্সে বাজি রেখে আসতেন। এসবের কারনে মাঝে মাঝে বকাও খেতে হত তাকে।

বছর ৫০-এর বলিউড অভিনেতা বলেন, আমি বলতে পারি না যে, আমি আমার সন্তানদের বিষয়ে সমস্ত কিছু বুঝতে পারি। কিন্তু এটা বুঝি যে, ১০-১২ ঘন্টা কাজের পর আমার মনে হয় কখন বাড়ি গিয়ে ওদের সঙ্গে সময় কাটাব। তিনি আরো বলেন, আমি জানি যে, আমিই ওদের সবথেকে প্রিয় বন্ধু। আমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারে তারা। আমিও তাদের সঙ্গে বন্ধুর মতোই মিশি।

কয়েকদিন আগেই ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে দেখা করতে লন্ডন পাড়ি দিয়েছিলেন শাহরুখ। তিনি বলেন, আমাদের মধ্যে সমস্ত কিছু নিয়েই কথা হয়। সোফায় বসে সিনেমা দেখতে দেখতে, চিপস খেতে খেতে সমস্ত বিষয় নিয়েই আমাদের আড্ডা চলে। শাহরুখ বলেন, আমিই আমার ছেলেমেয়েদের সমস্ত বিষয় আমার কাছে খোলাখুলি বলার অনুমতি দিয়েছি। সেটা ভালো হোক বা খারাপ।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে