বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ০১:০৬:২৪

গোপন সত্যটি এবার ফাঁস করলেন অপু বিশ্বাস

গোপন সত্যটি এবার ফাঁস করলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: একাধিকবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনামে উঠে এসেছেনজনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা দিয়েই দীর্ঘদিন পর চলচ্চিত্রে পদার্পন করেন অপু বিশ্বাস। 

সেই ছবিতে তার সঙ্গে দেখা গিয়েছিল বাপ্পি চৌধুরীকে। এই সিনেমার প্রচারে গিয়ে বাপ্পির সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। একটি টেলিভিশন চ্যানেলে ঈদের অনুষ্ঠানে গিয়ে উপস্থাপক সৈকত সালাউদ্দিনের প্রশ্নের জবাবে গোপন তথ্যটি ফাঁস করেন অপু। কিন্তু কেন এই পরিকল্পনা করেছিলেন নায়িকা? 

অবশেষে এই গুঞ্জনের নেপথ্যের গল্প জানা গেল। অবশেষে জানা গেল যে এই গুঞ্জনটা পরিকল্পনা করেই ছড়ানো হয়েছিল। তবে যা শুনে কার্যত সকলেই চমকে গেছেন তা হল, প্রেমের গুজব ছড়িয়ে দেওয়ার এই পরিকল্পনা ছিল অপু বিশ্বাসের নিজেরই। অপু বিশ্বাস নিজমুখেই এই ঘটনা স্বীকার করেছেন। 

বেশ সাবলীলভাবেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রে ব্যাক করছিলাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রের মাধ্যমে। আমি নায়িকা হিসেবে ফিরছি, সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পরিচালক দেবাশীষ দাদা ও বাপ্পির সঙ্গে মিলে এই পরিকল্পনা করি এবং এটা কাজে দেয়। আমি চলচ্চিত্রে ফিরেই দৃষ্টি আকর্ষণ করতে পারি।’’ 

অপুর এই কথা শুনে ফ্যানেরা যে কার্যত অবাক, তা বলার অপেক্ষা রাখে না। শাকিব খানের সঙ্গে গোপন প্রেম, বিচ্ছেদ, ছেলের জন্ম, একাধিকবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন। তবে শাকিব খানের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী অপু বিশ্বাসের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে