শনিবার, ০১ জুলাই, ২০২৩, ১১:১৪:৫৯

আকাঙ্ক্ষা পুরির ৩০ সেকেন্ডের ভিডিও ফাঁস হতেই ভাইরাল!

আকাঙ্ক্ষা পুরির ৩০ সেকেন্ডের ভিডিও ফাঁস হতেই ভাইরাল!

বিনোদন ডেস্ক: প্রকাশ্যেই চুম্বনের গভীরতা মাপলেন আকাঙ্ক্ষা পুরি! সঙ্গ দিলেন জাদ হাদিদ। বিগ বস ওটিটি সিজন টু–এর প্ল্যাটফর্মে এই প্রথম প্রকাশ্য চুম্বনে ঘোর জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। মত প্রকাশ করেছেন প্রাক্তন প্রতিযোগী অ্যান্ডি কুমার।

প্রেম, অভিমান, মজার টাস্ক, ঝগড়া, ড্রামা– ‘বিগ বস’ মানেই ভরপুর এন্টারটেইনমেন্ট। সঙ্গে উপরি পাওনা প্রিয় মানুষদের রোজকার জীবনধারা। এই প্ল্যাটফর্ম থেকেই অনুরাগীদের মনে চিরস্থায়ী হয়েছেন অনেক জুটিই। ‘সিডনাজ’ অন্যতম। তবে এই সিজনে ওটিটিতে তাপমাত্রা বাড়ালেন আকাঙ্ক্ষা।

প্রতিযোগী অভিনাশ সচদেবের দেওয়া একটি টাস্ক সম্পূর্ণ করতে আকাঙ্ক্ষা চুমু খান জাদের ঠোঁটে। ‘বিগ বস’ এর ঘরে টিকে থাকতে এবং ক্যাপ্টেন হওয়ার জন্য আত্মবিশ্বাসের সঙ্গে সেই কাজটি সম্পূর্ণ করেন আকাঙ্ক্ষা। সেই চুম্বন নিয়েই এখন চাপানউতোর।

অ্যান্ডি এই নিয়ে টুইটে মজার কমেন্ট করে জানিয়েছেন, ‘কাকে কাকে চুমু খাব? সাহস এমন হোক যা দেখে চারজন লোক উল্টেই যায়। এর পর কী রেটিং বাড়বে না কমবে? ঘরে টিকে থাকতে যা খুশি তাই!’ এখন জনতার দরবারে এই নিয়ে আকাঙ্ক্ষার টিকে থাকার লড়াইয়ের ফল কী হয়, সেটাই দেখার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে