রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৯:২৫:৪৪

সালমান খানের বিয়েতে ফারহানা মিলি

সালমান খানের বিয়েতে ফারহানা মিলি

বিনোদন ডেস্ক : মনপুরাখ্যাত অভিনেত্রী ফারহানা মিলি সম্প্রতি অভিনয় করেছেন ‘সালমান খানের বিয়ে’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে।

প্রজ্ঞা নীহারিকা নির্মান করেছেন এ নাটকটি। এতে মিলির বিপরীতে অভিনয় করেছেন আখম হাসান। সম্প্রতি পুবাইলে ধারাবাহিকটির শুটিং চলছে।

এ নাটকটির গল্পে দেখা যাবে বয়স অনেক হয়ে গেলেও সালমান খানের বিয়ে আর হয় না। পাত্রী দেখে আসার পরই বিয়ে ভেঙে যায়। তাই অভিমান নিয়ে নিজের বিয়ে এবার নিজেই করার সিদ্ধান্ত নেন। আর নিজের সিদ্ধান্তে বিয়ে করার পর থেকেই যত মজার ঘটনা ঘটতে থাকবে।

মিলি বলেন, 'ব্যতিক্রমধর্মী এ ধারাবাহিক নাটকে অভিনয় করে বেশ ভালো লাগছে। আশা করি এ ধারাবাহিকটি দেখে দর্শকরা আনন্দ উপভোগ করতে পারবেন।'

নাটকটিতে আরও অভিনয় করেছেন, আরফান, ফারুক আহমেদ, কাজী উজ্জ্বল, সীমানা, শিখা মৌ, কোহিনূর, রাজুসহ আরো অনেকে।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে