বুধবার, ০৫ জুলাই, ২০২৩, ০২:৩৬:২৭

সুখ না মেলায় স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে সহবাসে এই ৫ অভিনেত্রী!

সুখ না মেলায় স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে সহবাসে এই ৫ অভিনেত্রী!

বিনোদন ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে সম্পর্ক ভাঙ্গা-গড়া কার্যত জলভাত। এখানে যেমন নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠার সুসংবাদ মেলে, তেমনই ব্রেকআপ, ডিভোর্সের খবরও হামেশাই মেলে। এই প্রতিবেদনে রইল বলিউডের এমন ৫ অভিনেত্রীর তালিকা যারা বিয়ে ভেঙে প্রেমিকদের সঙ্গে দীর্ঘ সহবাসে (Live In) রয়েছেন।

কাম্য পাঞ্জাবী : এই তালিকায় প্রথমেই রয়েছে হিন্দি টেলিভিশনের এই অভিনেত্রীর নাম। হিন্দি সিরিয়ালের এই সুন্দরী অভিনেত্রী খলনায়িকার ভূমিকাতে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন। ২০১৩ সালে তিনি তার স্বামী বান্টিকে ডিভোর্স দেন। শলভ ডাঙের সঙ্গে লিভ ইনে থাকার পর তারা বিয়ে করেছেন।

কল্কি কোয়েচলিন : বলিউডের এই অভিনেত্রীর জন্ম ভারতে, তবে তিনি ফরাসি অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়েছেন। তিনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন। তবে বিয়ের কিছুদিন পর তারা আলাদা হয়ে যান। কল্কি বর্তমানে গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছে। তাদের এক কন্যা সন্তানও রয়েছে।

পূজা বাত্রা : বলিউড অভিনেত্রী এবং মডেল হিসেবে বেশ পরিচিতি রয়েছে পূজার। ১৯৯৭ সালে ‘বিরাসত’ ছবিতে অভিনয় করে তিনি বলিউডে ডেবিউ করেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি বলিউড অভিনেতা নবাব শাহের সঙ্গে লিভ ইন করতে শুরু করেন। ২০০৯ সালে তাদের বিয়ে হয়।

রশ্মি দেশাই : হিন্দি সিরিয়ালের আরেক অভিনেত্রী যিনি বিয়ে ভেঙে লিভ ইন সম্পর্কে রয়েছেন এখন। রশ্মি উত্তরণ, দিল সে দিল তাক ধারাবাহিকের জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন। নন্দীশ সান্ধুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি আরহাম খানের সঙ্গে লিভ ইনে রয়েছেন এখন।

মালাইকা আরোরা : বলিউডের মডেল তথা অভিনেত্রী তথা আইটেম গার্ল মালাইকা আরোরা আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন। নিজের থেকে প্রায় ১২ বছরের ছোট অর্জুনকে বিয়ে না করেই একত্রবাস করছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে