রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ১১:১৭:৩৮

নিজেকে হিন্দু বলতে ভয় হয়, অনুপমের এ কথার নেপথ্যে কি আছে?

নিজেকে হিন্দু বলতে ভয় হয়, অনুপমের এ কথার নেপথ্যে কি আছে?

বিনোদন ডেস্ক : ভারতে দিন দিন ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েই চলেছে। এনিয়ে দেশটির হিন্দু-মুসলিম নেতারা বিতর্কে লিপ্ত হয়েছেন। এই বিতর্কে জড়িয়েছিল বলিউডের খ্যাতিমান তারকারাও। এবার সেই তালিকায় নাম জড়ালেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, এখন এমন অবস্থা যে নিজেকে হিন্দু বলতেই ভয় করে। হঠাৎ তার এই বিস্ফোরক মন্তব্যের নেপথ্য কারণ কি?

অবশ্য কোন ব্যাখ্যা দেননি তিনি। বরাবর সহিষ্ণুতার পক্ষেই অবস্থান ছিল তার। আমির খান যখন স্ত্রীর দেশ ছাড়ার আশঙ্কার কথা প্রকাশ্যে বলেছিলেন, তখন সোচ্চার হয়েছিলেন অনুপম। তখন তিনি বলেছিলেন, এই দেশই আমিরকে হিরো বানিয়েছে। সুতরাং সে কথা তাঁর স্ত্রীকে জানানো উচিত।

এমন অবস্থায় অনুপম খেরই কেন উলটো অবস্থান নিলেন? আসলে হিন্দু বলতে ভয় করা নিয়ে তিনি যা বলতে চেয়েছেন তার মধ্যে লুকিয়ে আছে অনেকখানি শ্লেষ।

সম্প্রতি তাঁর পদ্ম সম্মান পাওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কোনও কোনও মহলের ধারনা সরকারপক্ষ সমর্থনের জন্যই তাঁর এই সম্মানা লাভ। আর তাই তাঁর বক্তব্য, দেশের এখন এমন অবস্থা যে নিজেকে হিন্দু বলতে ভয় হয়।

তাঁর মতে হিন্দুদের হয়ে কথা বললেই আরএসস কিংবা বিজেপি সমর্থক বলে দেগে দেওয়ার সমূহ সম্ভাবনা। অভিনয় জগতের আরও অনেকেই যে এমন ভয়ে আছেন, এমনটাই মনে করেন তিনি।

অতীতে হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে অনেকাংশেই বক্তব্যে সহমত হতে দেখা গিয়েছে তাঁকে। আর তাই সমালোচনার শিকারও হয়েছেন দেশের অন্যতম সেরা এই অভিনেতা। সেই প্রেক্ষিতেই শ্লেষ করে এমন আশঙ্কার কথা জানালেন তিনি।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে