বিনোদন ডেস্ক : শোনা গিয়েছিল ‘কিক টু’ সিনেমায় সালমান খানের বিপরীতে অ্যামি জ্যাকসনকে দেখা যাবে। তবে এবার নিশ্চিত হল অ্যামি জ্যাকসন নয়, সালমানের সাথে এ ছবিতে রোমান্স করবেন কৃতি কৃতি স্যানন।
সম্প্রতি এমনটাই চুড়ান্ত করেছেন নির্মাতা। আর এ খবরে সালমান ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। কেন না, এতদিন নির্ধারণ করা যায় নি ‘কিক টু’ সিনেমায় সালমানের বিপরীতে কে থাকছেন। যার জন্য ছবির কাজও অনেকটা ঝুলে ছিল। এখন সে অনিশ্চয়তা কাটিয়ে উঠায় দারুণ খুশি সালমান ভক্তরা।
এর আগে আলোচিত ‘কিক’ ছবিতে সালমান খানের বিপরীতে দেখা গিয়েছিল জ্যাকুলিন ফার্নান্দেজকে। এরপর ‘কিক টু’ ছবিতেও তার অভিনয়ের কথা ছিল। কিন্তু সালমান খানের আপত্তিতে কিক টু থেকে কিক আউট হয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
২০১৪ সালে মুক্তি পেয়েছিল কিক সিনেমাটি। এরপর গত বছর কিক ‘টু’ নিমার্ণের ঘোষণা দেন সালমান।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন