বিনোদন ডেস্ক: এনা সাহা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন। সেই সঙ্গে রয়েছে ফটোশ্যুটও। এনাকে দেখে অনেকেই মিষ্টি করে বলে থাকেন, বাচ্চা মেয়ে। বেশ কিউট। কিন্তু, ক্যামেরার সামনে তার সাবলীল অভিনয় দশ গোল দেয় দর্শককে।
এনার সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলে বোঝা যায় বাস্তবে তিনি ঠিক কতটা হট অ্যান্ড বোল্ড। কাজের ব্যস্ততার ফাঁকে ক্যামেরার সামনে এনার কিলার পোজে কুপোকাত নেটপাড়া। ছোট্ট সাদা ড্রেস, কোঁকড়ানো চুল আর ঠোঁটের কোণের ওই মিষ্টি হাসিতেই ঘুম উড়েছে ভক্তদের।
কিলার পোজে এনার শরীরী মোচড় ঝড় তুলছে ভক্ত হৃদয়ে। খোলা পায়ের ওই নজরকাড়া ট্যাটুতে চোখ আটকেছে নেট নাগরিকদের। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেটেস্ট ফটোশ্যুটের ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। আগুনের গতিতে পড়েছে লাইক-কমেন্ট।
মিষ্টি গোলুমোলু এনার শরীরী আবেদনে ফ্ল্যাট নেটবাসী। লাভ আর ফায়ার ইমোজিতে একেবারে ছড়াছড়ি। নেটিজেনদের মধ্যে একজন এনার বোল্ড আন্দাজে ফিদা হয়ে লিখেছেন, 'হোয়াট আ সেক্সি অ্যান্ড হট লুক বেবি'। কেউ আবার লিখেছেন, 'ইউ লুক সো কিউট, সুইট অ্যান্ড প্রিটি মাচ'।
এছাড়াও বিউটিফুল, লাভলি লিখেও কমেন্ট বক্সে এনার লুকের তারিফ করেছেন নেট নাগরিকরা। এক বছর রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন এনা সাহা। অসুস্থতা, অস্ত্রোপচার এবং কর্মসূত্রে কিছু ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যের কারণে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন এই বাঙালি অভিনেত্রী।
বাংলা, তামিল, তেলেগু-তে কাজের অভিজ্ঞতা রয়েছে এনা সাহার। অভিনেত্রী থেকে প্রযোজকও হয়ে উঠেছেন খুব অল্প সময়ের মধ্যেই। এসওএস কলকাতা, চিনে বাদামে প্রযোজক ও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। খুব শীঘ্রই বেশ কিছু নতুন কাজ শুরু করবেন বলে খবর।