রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০১:৩২:১৪

আইনজীবী হচ্ছেন মৌসুমী

আইনজীবী হচ্ছেন মৌসুমী

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’ মুক্তি পেতে যাচ্ছে। এ বছর এপ্রিলে এ চলচ্চিত্রটি মুক্তি পাবে। এতে মৌসুমীকে পাওয়া যাবে একজন আইনজীবীর ভূমিকায়।

এ ছবিতে মৌ্সুমীর পাশাপাশি আরও অভিনয় করেছেন বর্তমান সময়ের হালের ক্রেজ পরী মনি ও শিরিন শিলা। তবে চলচ্চিত্রটিতে নায়ক একজনই। তিনি ফেরদৌস।

জানা গেছে, নির্মাতা গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিটি গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে সেখান থেকে ফিরে আসেন নির্মাতা। এবার এপ্রিলে মুক্তি পাচ্ছে ছবিটি, এটাই এখন নিশ্চিত জানিয়েছেন নির্মাতা।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে