রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০১:৫০:২০

নিজের থেকেও যাদের বেশি ভালোবাসেন শাহরুখ

নিজের থেকেও যাদের বেশি ভালোবাসেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন কাদের? জানেন কি এ খবর? বলিউডের সব থেকে ব্যস্ত এই অভিনেতা শুটিং এবং ব্যবসা নিয়েই দিনের পুরোটা সময় ব্যস্ত থাকেন। তারপরও তিনি সব থেকে বেশি ভালোবাসেন তার সন্তানদের।

সম্প্রতি এ কথা অকপটেই স্বীকার করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে তাদের কাছাকাছি থাকেন তিনি। পিতৃত্বের এমন স্বীকারোক্তিই দিয়েছেন এই বাদশা।

কিছুদিন আগে শাহরুখ খান গিয়েছিলেন লন্ডনে। সেখানে যাওয়ার মুল উদ্দেশ্যই ছিল তার সন্তান। কারণ সেখানেই পড়াশোনা করছেন বাদশাপুত্র আরিয়ান খান ও মেয়ে  সুহানা। তাদের খোঁজ খবর নিতেই এবার সেখানে গিয়েছিলেন শাহরুখ। ফিরে এসে জানালেন সারল্য ভরা এক পিতার কথা। যিনি সত্যিকার অর্থেই পৃথিবীর সব চাইতে ভালোবাসেন তার সন্তানদের।

শাহরুখ বলেন, আমি শুটিংয়ের পর সব সময়ই আমার সন্তানদের কাছে ছুটে যাই। তাদের সাথে সময় দেই। আমি মনে করি, আমি তাদের খুব কাছের বন্ধু। যার কাছে তারা নিজেদের সবকিছু খোলামেলাভাবে শেয়ার করতে পারে। আমি আমার সন্তানদের সত্যিই খুব ভালোবাসি।

তিনি বলেন, দুদিন আগে আমি লন্ডনে আরিয়ান ও সুহানাকে দেখতে গিয়েছিলাম। তাদের সাথে প্রচুর সময় কাটিয়ে এসেছি। আমরা একসঙ্গে বসে চিফস খেয়েছি, মুভি দেখেছি। এবং তাদেরকে বলেছি ভুল করলেও যাতে সবকিছু আমার সাথে শেয়ার করে।’  
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে