রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৩:১৯:২২

গুজব না সত্যি, পরীমণির বিয়ে নিয়ে তোলপাড়

গুজব না সত্যি, পরীমণির বিয়ে নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক : ঢালিউডের এই সময়ের আলোচিত নায়িকা পরীমনি। অল্প সময়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। একসঙ্গে অনেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার রেকর্ডও তার কাছে। কিন্তু গুঞ্জন আর গসিপ যেন তার পিছু ছাড়ছে না। আর তারকা হলে তো গুঞ্জন থাকবেই।

এবার তার গুঞ্জনের ঢালিতে যুক্ত হলো নতুন এক পালক। আজ ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে ‘পরীমনি’র কিছু ছবি শেয়ার করা হয়। অনিক দাবি করেন, পরী তার বন্ধু ইসমাইলের স্ত্রী।

তিনি ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মনি, এক সময় ভোলা সদর এই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালসার দিকে, যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল তাই সবার সাথে একটু শেয়ার করলাম।'

তাহলে কি পরীর নাম স্মৃতি। আর তার ইসমাইল নামে একজন স্বামী ছিল? এরকম প্রশ্ন অনেকেরই মনে খেলা করছে ছবিগুলো দেখার পর। কিন্তু পরীমনি তো অবিবাহিত বলেই মিডিয়ার সকলে জানে। তাহলে সত্যটা কি? সেই সত্য জানতেই প্রিয়.কমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল পরীর সঙ্গে।

তার ফেসবুক আইডিতে ছবিগুলো পাঠিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে পরী বলেন, 'এটা ফেইক। বিয়ের আসরে বসে থাকলে সেটা বিয়ে কিনা যাচাই করা উচিৎ। ছবি তো হাজার জনের সঙ্গে আছে। তার মানে এই নয় যে সবাই আমার স্বামী।'

তাহলে এই মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে অনিক বা ইসমাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে পরী বলেন, 'তাদেরকে তো আগে আমার চিনতে হবে তারপর ব্যবস্থা। আর ঘাড়ের উপর পড়লে তো ছেড়ে দেবো না কাউকে। এটা মিথ্যা এটুুকু নিশ্চিত থাকেন।'-প্রেয়.কম
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে