বিনোদন ডেস্ক : জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। তিনি এখন চিকিৎসাধীন আছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে।
সেখানে অসুস্থ দিতিকে দেখতে গিয়েছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তবে দিতি বর্তমান অবস্থা দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারেন নি। দিতিকে এমন অবস্থায় তিনি দেখবেন তাও ভাবতে পারছেন না।
শ্রাবন্তী দিতিকে দেখে এসে তার ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘যেকোন সময় মানুষের জীবনের যেকোন কিছু ঘটে যেতে পারে। দিতি আপার মুখটা চোখের সামনে ভাসছে। আমি মেনে নিতে পারছি না। তিনি আমার হাত ধরে রেখেছিলেন, ছাড়তে ইচ্ছে করছিল না কিছুতেই। আমি তাকে অনেক ভালোবাসি। আল্লাহ্, তাকে তুমি ক্ষমা কর, সুস্থ করে দাও। আজকে দিতি আপাকে দেখে এসে ভিতরে যে যন্ত্রণা হচ্ছে তা কাউকে বোঝাতে পারবো না। আমারও এমন হতে পারে। তাই সবার কাছে ক্ষমা চাই, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি। সবাই আমাদের অভিনেত্রী দিতি আপার জন্য দোয়া করুন প্লীজ। আল্লাহ্ মহান, আমীন। ‘
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন