বিনোদন ডেস্ক: ইনস্টাগ্রামে তরুণীর প্রায় ৩৩ হাজার ফলোয়ার। ছবিতেই সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ। বিকিনি থেকে ব্রালেট, সবেতেই স্বচ্ছন্দ শ্রাবন্তীর হবু বউমা।
ইনস্টাগ্রামে দামিনীর প্রায় ৩৩ হাজার ফলোয়ার। নিজেকে শিল্পী বলেই সেখানে ব্যাখ্যা করেছেন তিনি। বহুদিন ধরেই দামিনীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিমন্যু। শ্রাবন্তীর সঙ্গেও নাকি তার বেশ ভাল সম্পর্ক। শোনা যায়, ছেলে ও হবু বউমাকে নিয়ে মালদ্বীপও ঘুরে এসেছেন শ্রাবন্তী।
বেশ কয়েক দিন নীল জলের দেশে কাটালেও ইনস্টাগ্রামে নিজের বিশেষ কোনও ছবি দেননি। অবশেষে নিজের দুটি ছবি পোস্ট করেন দামিনী। প্রথমটিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের একটি জামা পরে জলের ধারে বসে রয়েছেন তিনি। পরের ছবিতে বিকিনি টপ, হট প্যান্ট এবং খোলা চুলে নেটমাধ্যমর পারদ চড়ালেন দামিনী।
শ্রাবন্তীর ছেলের প্রেমিকার এই সাজে মুগ্ধ নেটাগরিকরাও। দামিনীর পোস্টের মন্তব্য বাক্সে চোখ রাখলে তা বুঝে নিতে অসুবিধা হয় না। অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরি ভরে গিয়েছিল মলদ্বীপের নানা ছবি এবং ভিডিও। এরপর শ্রাবন্তীও একের পর এক ছবি দিতে শুরু করেন।
সম্প্রতি আবার নিজেকে অভিনেত্রী শ্রাবন্তীর যোগ্য বৌমা প্রমাণ করতে কোনো খামতি রাখছে না দামিনী। বাড়িতে রান্নার দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে চাইছেন সেক্সী লেডি দামিনী।