বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ০১:১৩:৩৩

স্বামী আমিরকে ছেড়ে হর্ষবর্ধনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সঞ্জীদা শেখ

স্বামী আমিরকে ছেড়ে হর্ষবর্ধনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সঞ্জীদা শেখ

বিনোদন ডেস্ক: পোলি পর্দার নায়ক নায়িকারা হামেশাই খবরের শিরোনামে থাকেন। কাজের জন্যে তো বটেই, পাশাপাশি প্রেমের সমীকরণ নিয়েও। সম্প্রতি হর্ষবর্ধন রানে ও সঞ্জীদা শেখ এর প্রেমের রসায়ন নিয়ে জোড় গুঞ্জন বলিপাড়ায়।

নায়িকার মেয়েকে নিয়ে তিনজনে একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। রিল লাইফের কেমিস্ট্রি গড়িয়েছে রিয়েল লাইফেও। সঞ্জীদা, হর্ষবর্ধনকে দেখে তেমনটাই মনে করছেন সমালোচকেরা। অভিনেতা এই মুহূর্তে গির–এ ছুটি কাটাতে গিয়েছেন। সঙ্গে আছেন অভিনেত্রীও। 

তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ইঙ্গিত দিচ্ছে দুইজনেই মধুর সময় কাটাচ্ছেন। সম্পর্কের গুঞ্জন নিয়ে সম্প্রতি মুম্বাই সংবাদ সংস্থার কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘এই সব খবরে আমি বিচলিত হই না। আমি জানি সাংবাদিকদের টার্গেট, ডেডলাইন থাকে খবর তৈরি করার। তারা নিজেদের কাজ করেন।’

তিনি বলেন, ‘ঠিক যেমন অভিনয় করার সময় আমি নিজের সবটুকু উজাড় করে দিই। আমি যেমন নিজের কাজটাকে ভালবাসি, কাজের পদ্ধতিটা নিয়েও সিরিয়াস থাকি। তেমন ওনাদের কাজটাকেও সম্মান করি। ওনাদের কাজের পদ্ধতিটাকেও গুরুত্বের চোখে দেখি। তারা আমাকে যা খুশি তাই লিখতেই পারেন। আমি রাগ করবো না বরং দেখা হলে জড়িয়ে ধরবো’।

কয়েক বছর আগে কিম শর্মার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়েছিলেন অভিনেতা। অন্যদিকে সঞ্জীদা আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন গত বছরেই। অভিনেত্রীকে খুব তাড়াতাড়ি দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির ‘হীরামান্ডি’ ছবিতে। ‘কুন ফায়া কুন’, ‘মিরান্ডা ব্রাদার্স’ সহ একাধিক কাজ নিয়ে পর্দায় ফিরবেন হর্ষবর্ধনও। আপাতত ছুটিতে দু’জনেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে