বিনোদন ডেস্ক : এফএম রেডিওর জনপ্রিয় আরজে টুটুল এবার বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৩.৬ যোগদান করেছেন। এখন থেকে তাকে শোনা যাবে শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এখানে তিনি এফএম মামা শিরোনামে একটি আড্ডার অনুষ্ঠানে আড্ডাবাজি করবেন শ্রোতাদের সাথে।
শ্রোতারা এই পুরো সময়টা জুড়ে ক্ষুদে বার্তা এবং ফেইসবুক ফ্যান পেইজে যুক্ত থেকে নিজেদের কথাগুলো এফএম মামা টুটুলকে জানিয়ে দিতে পারবেন।
আগের স্টেশনের টুটুল আর রেডিও টুডে'র টুটুলের মধ্যে কোন পার্থক্য নেই বলেই জানিয়েছেন টুটুল। তিনি বলেন, 'আগে ছিলাম ভাইয়া আর এখন মামা। আড্ডাবাজ এবং দিনশেষে ঘরে ফেরা মানুষগুলোর মধ্যমনি, তাদের সব আবদার মেটাতে হয়, মামা তো মামাই কি বলেন মামা হা হা।'
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন