বিনোদন ডেস্ক : বলিউড কুইন দীপিকাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত হলিউডের জনপ্রিয় নায়ক ভিন ডেজেল। সম্প্রতি দীপিকা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে তাকে দেখা যাবে।
এদিকে ভিন ডেজেল জানিয়েছেন, তিনি নাকি অনেক আগে থেকেই বলিউড সুন্দরীদের সঙ্গে অভিনয়ে আগ্রহী।
ডিন ভিজেলের সিনেমা ‘ফিউরিয়াস ৭’য়ে কাজ করার কথা ছিল দীপিকার। কথাবার্তাও মোটামুটি পাকা হয়ে গিয়েছিল। কিন্তু সময় অনুকূলে ছিল না নায়িকার জন্য। এবার সেই সুযোগ হাতছাড়া করেন নি তিনি।
দীপিকার সঙ্গে অভিনয়ের ব্যাপারে উচ্ছ্বসিত ভিন ডিজেল। ৪৮ বছর বয়সী এই অ্যাকশন তারকা একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, অবশেষে তিনি বলিউডের জনপ্রিয় নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন। এমন সুযোগ পেয়ে যারপরনাই আনন্দিত তিনি।
অভিনেতার ভাষায়, ‘আপনারা নিশ্চয়ই দীপিকার ব্যাপারে জানেন। তিনি এমন একজন তারকা যার সঙ্গে অনেকদিন আগে থেকেই কাজ করতে উৎসাহী ছিলাম আমি। '
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন