বিনোদন ডেস্ক : সম্প্রতি খবর রটেছে ক্যাটরিনা কাইফ নাকি তার চুল লাল করেছেন ৫৫ লাখ টাকায়! এমন খবরে বেশ চটেছেন এই নায়িকা। তিনি এটাকে শুধু গুজবই নয়, ফালতু কথা বলেও আখ্যায়িত করেছেন।
ক্যাটরিনা বলেছেন, ‘গুজবেরও একটা ভিত্তি থাকা দরকার। চুল কালার করতে ৫৫ লাখ। এটা সত্যি একটু বেশি হয়ে গেল’।
ছবিতে ক্যাটরিনার নয়া অবতারের জন্য তার চুল লাল করা হয়েছে। বলিউডের খবর, এই চুল লাল করতে নাকি সমুদ্র পাড়ি দিয়েছিলেন ক্যাটরিনা।
বলা হয়েছিল, লন্ডনের এক কালারিস্টের দ্বারস্থ হন তিনি। সেখানে চুল রঙ করার খরচ থেকে শুরু করে যাতায়াত, থাকার খরচ সব মিলিয়ে খরচের খাতায় পড়েছে প্রায় ৫৫ লাখ টাকা।
তবে এই খবর উড়িয়ে দিয়েছেন বার্বিডল। তবে খরচ বেশি হোক আর কম। লাল চুলে যে ক্যাটরিনাকে অনবদ্য লাগছে তা নিয়ে কোনও সন্দেহ নেই বলিউডে।
‘ফিতুর’ ছবির গানে নেচে আবারও সাড়া পেলে দিয়েছেন তিনি। সালমান খান পর্যন্ত তার ডান্সিং স্কিলকে স্বীকৃতি দিয়ে জানিয়েছেন, কঠোর পরিশ্রম করেই ক্যাটরিনা আজ এই জায়গায়।
স্কিল নিয়ে প্রশ্ন না থাকলেও, তার বিগত বেশ কয়েকটা ছবির ব্যবসা নিয়ে প্রশ্ন উঠেছে। নয়া লুক, নয়া ছবিতে এখন বক্স অফিসের হিসেবে নতুন কিছু আনতে পারেন কি না, তাই দেখার।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন