বিনোদন ডেস্ক: রাইমা সেনের চিরতরুণ লাবণ্য দেখে তার অনুরাগীরা বারবার মুগ্ধ হন। তার হটনেস দেখে ঝড় ওঠে পুরুষদের হৃদয়ে। তার ফিটনেস এবং গ্ল্যামারের রহস্য সবাইকে বেশ ভাবায়। সম্প্রতি রাইমার একটি ফটোশ্যুট বেশ ভাইরাল হয়েছে।
ডেনিম প্যান্ট এবং বডিফিট টপে ফটোশ্যুট করেছেন রাইমা। তাকে দেখো কোনওভাবেই বোঝার উপায় নেই যে, ইতিমধ্যেই অভিনেত্রী ৪০ বছর পার করেছেন! রাইমার সেসব ছবি রীতিমতো পারদ চড়িয়েছে নেটপাড়ায়। রাইমার উপচে পড়া গ্ল্যামার দেখে চোখ সরছে না কারও!
একটি লেপার্ড প্রিন্টেড টপ পরেছেন রাইমা। এই লুকে সত্যিই রয়েছে ‘ওয়াইল্ড টাচ’। তার কিলার লুক এবং দুর্দান্ত এক্সপ্রেশন দেখে প্রশংসা করার ইচ্ছে হবেই। রাইমার এক একটি ছবি ইতিমধ্য়েই আগুন লাগিয়েছে সোশ্যালে।
রাইমা সেনের এই ওয়েস্টার্ন লুকটি বেশ প্রশংসনীয়। এই লুকটি ক্রিয়েট করতে রাইমা বেছে নিয়েছিলেন একটি লেপার্ড প্রিন্টেড টপ। বডিফিট এই টপটি রাইমার টোনড ফিগারকে হাইলাইট করেইছিল। তার কার্ভলাইনকেও কমপ্লিমেন্ট দিয়েছিল। এই টপের সামনের দিকে ব়্যাপ ডিটেলিং চোখে পড়ছিল। প্লাঙ্গিং নেকলাইন দেওয়া হয়েছিল এই টপে।
রাইমা লুক সম্পূর্ণ করতে মানানসই ফুটওয়্যারও পরেছিলেন। চুল খোলা রেখেছিলেন অভিনেত্রী। বাম হাতে ঘড়ি পরেছিলেন। নিউট্রাল মেকআপে সম্পূর্ণ করেছিলেন তার লুক। লেপার্ড প্রিন্টেড টপ এবং ফ্লেয়ারড ডেনিম এখন বেশ ট্রেন্ডিং।