রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৬:১৯:৩২

কাজ খুঁজছেন অমিতাভ বচ্চন

কাজ খুঁজছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : বয়স হয়েছে, এমন বিশেষনটা সম্ভবত বলিউডের শাহেন শাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ৭৩ বছরে এসেও এই অভিনেতার প্রতিটি নিঃশ্বাস মিশে রয়েছে অভিনয়ের সাথে। আর তাই তো এখনও তিনি নিজেকেই প্রতিদিন ছাপিয়ে যেতে চান। চান নতুন করে নিজেকে খুঁজে নিতে।

অমিতাভ বচ্চনের ভাষ্য অনুযায়ি, ‘কাজ করাটাই আমার জীবনে মুখ্য বিষয়। কাজ না থাকাটা ভয়ঙ্কর। এটা তো আমাকে মেনে নিতেই হবে যে আমি আর হিরোর চরিত্র পাব না। হয়তো কোন ছোট বা বয়স্ক চরিত্র আমাকে অফার করা হবে। কিন্তু আমি তাতেই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। মোট কথা আই জাস্ট নিড অ্যানাদার জব…।’
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে