বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার গ্লামারগার্লখ্যাত পরীমনির কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে। ছবরি পোস্টদাতা দাবী করছেন, পরীর সাথে ঘনিষ্ঠভাবে বসা ইসমাইল নামের ছেলেটি তার স্বামী।
এদিকে এমন সংবাদের পর আলোচনা যখন তুঙ্গে। তখন নিজের অবস্থান ব্যাখ্যা করে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।
পরীমনি লিখেখেছেন, ‘ভাবখানা এমন যে আমার আপত্তিকর ভিডিও পেয়ে গেছেন। ওরে ভাই এরকম পিক আমার হাজার জনের সাথে আছে। তারমানে এই নয় যে সে হাজার জন আমার জামাই লাগে। আর কি এমন পিক খানা পাইছেন যা নিয়ে এমন লাফালাফি শুরু করে দিছেন? ছবিটায় কি আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি? না আমি বিবসনা হয়ে দাঁড়িয়ে আছি, কোনটা?
এইরকম পিক তো আপনারা যারা আজ এই নিউজ করেছেন আপনাদের সাথেও আছে। যেটা এই ছবির তুলনায় অনেক বেশি কাছাকাছি। তাহলে আপনারা সবগুলা আমার জামাই। যে বা যারা আমার ক্ষতি করবেন বলে এসব করছেন তাদেরকে বলছি, আমার ক্ষতি না বরং আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন