বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছে কিনা, সে ব্যাপারে মুখে যেন একেবারে কুলুপ ক্যাটরিনা কাইফের। পেশাদার মানুষ হিসাবে তিনি নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত বলে জানিয়েছেন ক্যাটরিনা। তবে সাবেক প্রেমিক এবং তার সবসময়ের ভালো বন্ধু সালমান খানকে নিয়ে প্রশ্নের জবাব ঠিকই দিলেন এই অভিনেত্রী।
গত কয়েক সপ্তাহ ধরেই রণবীর, ক্যাটরিনার প্রেম ভেঙে যাওয়ার খবরে গুজব, জল্পনায় সরগরম বলিউড পাড়া। কিন্তু তাতে বিন্দুমাত্র গুরুত্ব নেই ‘ধুম থ্রি’-র অভিনেত্রীর। বরং রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই তাকে ঘন ঘন সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে দেখা যাচ্ছে। এমনকি সালমান খান সঞ্চালিত রিয়ালিটি শো 'বিগ বস-৯'-এর মঞ্চেও হাজির হয়েছিলেন নিজের নতুন সিনেমার প্রচার চালাতে।
সালমানের সঙ্গে তার সম্পর্কের কি নাম দেয়া উচিৎ? - ইন্ডিয়ান এক্সপ্রেসের এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, 'একটি সম্পর্ক বা বন্ধুত্ব বা দুটি মানুষের সমীকরণের কোনো নাম দেয়ার প্রয়োজন নেই। তাদের সমীকরণটা কেমন তা কেবল সেই দুটি মানুষের জানা প্রয়োজন। আর সালমানের কথা বলতে গেলে, আমি বিশ্বাস করি আমাদের মধ্যে পরস্পরের জন্য অনেক শ্রদ্ধা রয়েছে এবং আমি নিশ্চিত আপনারা তা দেখতে পান। আর আমার জন্য যে কোনো সমীকরণে শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পরস্পরকে শ্রদ্ধা করি সেটাই সবকিছু বলে দেয় এবং আমার মনে হয় আর কিছু বলার প্রয়োজন নেই।'
অথচ কিছুদিন আগে বিচ্ছেদ হওয়া প্রেমিক রণবীর কাপুর সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তা এড়িয়ে জবাব দিয়েছে, মানুষের সবসময় নজর থাকে আমাদের ওপর। সুতরাং মিডিয়ায় আমাদের নিয়ে লেখালেখি হবেই। ক্যারিয়ারের শুরুতে আমার সঙ্গে এমন হয়েছে।
রণবীর সম্পর্কে অভিনেত্রী আরো বলেছেন, মিডিয়া ও বলিউড, উভয়েরই পরস্পরকে দরকার। আমরা একসঙ্গে কাজ করি এবং আগমী দেনেও কাজ করে যাব। রণবীরের সাথে আমার সম্পর্ক থাকলেও তার সাথে কাজ করবো আর সম্পর্ক না থাকলেও কাজ করে যাবো। কারন বলিউডে যারা অভিনয় করেন তাদের তো আর সবার সাথে সবার সম্পর্ক থাকেনা। তাই কাজের জন্য পরস্পরকে চাই আমাদের।
তবে, শোনা যায় রানবীরের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলাকালীনই সালমান ক্যাটরিনার পাশে এসে দাঁড়ান। আর এই সম্পর্ক বিচ্ছেদের পর থেকে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই সঙ্গে তাদের একে অপরের সম্পর্কে দেয়া বক্তব্য প্রমাণ করে দুজনের সম্পর্ক কতটা বিশেষ হয়ে দাড়িছে।
উল্লেখ্য, রণবীর-ক্যাটরিনা সম্পর্কের শুরু ‘অজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সেট থেকে। তারপর থেকে তাদের ডেটিংয়ের শুরু। একসঙ্গে দুজনকে নানা সময়ে দেখাও গিয়েছে অতি সম্প্রতি। একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন। কিন্তু সত্যিই তাতে ছন্দপতন ঘটে গিয়েছে কিনা, ক্যাটরিনা অন্তত তা খোলসা করতে নারাজ।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই