বিনোদন ডেস্ক: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। টিআরপি তালিকায় প্রথম পাঁচে থাকে এই ধারকাবাহিক। আর সৃজন-পর্ণার নিম ফুলের মধুতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানসী সেনগুপ্ত। তার চরিত্রের নাম মৌমিতা।
দত্ত বাড়ির বড় বউয়ের ভূমিকায় একটানা ছোট পর্দার দর্শকের মনোরঞ্জন করে চলেছেন। শাড়ি-সিঁদুর-শাখা পলা পরা একেবার পারফেক্ট গৃহবধূ মৌমিতা। বাস্তবে মৌমিতা ওরফে মানসীর লুক দেখলে রিল-রিয়েলের পার্থক্য বোঝা বড় দায়।
খোলামেলা পোশাকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজেকে মেলে ধরেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। বার্থডে পার্টিতে লাল গাউনে বোল্ড আন্দাজে আগুন লাগিয়েছিলেন সোশ্যালে। এবার কালো রংয়ের শর্ট ড্রেসে সোফায় গা এলিয়ে মৌমিতার শরীরী মোচড়ে বুঁদ নেটপাড়া।
জওয়ানি জানেমন গানের তালে সৃজনের বউদির শরীরী হিল্লোলে জাস্ট ফ্ল্যাট সোশ্যাল মিডিয়ার সদস্যরা। ছোট পর্দার অভিনেত্রীর এই হট লুকের প্রশংসা করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। তবে সমালোচকরা একেবারে ধুয়ে দিয়েছেন।
একজন তো সোজাসুজি মন্তব্য করেছেন, 'জওয়ানি দেখাও নাহলে তো কাজ পাবে না'। কেউ আবার লিখেছেন, 'শরীরটা গরম হয়ে গেল'। নেটপাড়ার এক সদস্য তো আবার মানসীর অদায় ফিদা হয়ে তাকে বিয়ে করারও ইচ্ছেপ্রকাশ করেছেন।
খোলা পায়ের তারিফ করেছে নেটিজেনরা। তাদের কথায়, 'যেমন সুন্দর ফিগার তেমনই সুন্দর পা দুটো'। সেই সঙ্গে হৃদয় আর ফায়ারের ইমোজিতে ভরে গিয়েছে কমেন্ট বক্স। মানসী হোক বা মৌমিতা বোল্ড লুকের ছবি যতই আপলোড করছেন ততই যেন তাজ্জব বনে যাচ্ছে নেটবাসী।
বিগত কয়েকদিন ধরেই মানসীর ইনস্টা প্রোফাইলে চোখ রাখলে দেখা যাচ্ছে, বেশ বোল্ড অবতারেই বারবার ধরা দিচ্ছেন মানসী। কখনও অফ সোলডার ড্রেসে হাতে পানীয়ের গ্লাস নিয়ে পোজ দিচ্ছেন তো কখনও আবার হট প্যান্ট আর ক্রপ টপে গাড়ির সামনে রোদ চশমায় নজর কেড়েছন।
প্রসঙ্গত, হাই থাইস্লিট লাল গাউনে মৌমিতার গ্ল্যামারাস লুকে ফিদা ছিল নেটপাড়া। ছোট পর্দার অভিনেত্রীর জন্মদিন পার্টির প্রতিটি রঙিন মুহূর্ত হয়ে উঠেছিল পেজ থ্রি-র হট কেক। খাওয়া-দাওয়া, হৈ হুল্লোড়, দেদার সেলফি আর পানীয়তে জমে উঠেছিল মৌমিতার বার্থডে পার্টি।