বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১০:৪২:২৮

বিমানবন্দরে ঘটল বিপত্তি, ফেঁসে গেলেন সুপারমডেল জিজি হাদিদ!

বিমানবন্দরে ঘটল বিপত্তি, ফেঁসে গেলেন সুপারমডেল জিজি হাদিদ!

বিনোদন ডেস্ক: এই মুহূর্তে আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ। ‘ভার্সাচে’ থেকে ‘শ্যানেল’, একাধিক বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র‌্যাম্পে হেঁটেছেন তিনি। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকেও অংশগ্রহণ করেছিলেন জিজি। সেই উপলক্ষেই ছিলেন ফ্রান্সে। 

সেখান থেকে ফেরার সময়েই ঘটল বিপত্তি। সম্প্রতি গাঁজাসহ বিমানবন্দরে ধরা পড়েন জিজি। সঙ্গে ছিলেন তার খুব কাছের বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি। খবর, কেম্যান আইল্যান্ডস থেকে ফেরার পথে ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েন তারা।

চলতি মাসের প্রথম দিকে প্যারিস ফ্যাশন উইকের কারণে ফ্রান্সে উপস্থিত ছিলেন জিজি। তার দিন কয়েক পরেই ঘটে এই ঘটনা। খবর, কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজা-সহ ধরা পড়েন জিজি ও লিয়া। 

যদিও তাদের কাছে খুব পরিমাণেই মাদক ছিল বলে খবর। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। খবর, মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া।

এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সুপারমডেল। সাম্প্রতিক কালে ব্যক্তিগত জীবনের কারণে একাধিক বার চর্চায় উঠে এসেছে জিজির নাম। 

হলিউডে কানাঘুষো, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। একাধিক বার তার সঙ্গে দেখাও গিয়েছে জিজিকে। যদিও প্রেমের কথা কখনও স্বীকার করেননি জিজি বা লিও কেউই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে