বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছে কিনা, সে ব্যাপারে মুখে যেন একেবারে কুলুপ ক্যাটরিনা কাইফের। পেশাদার মানুষ হিসাবে তিনি নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত বলে জানিয়েছেন ক্যাটরিনা। তবে এবার জানা গেল তার গোপন তথ্য! সাবেক প্রেমিক এবং বন্ধু সালমান খানের সাথে মেলামেশাটা ঠিক চোখে দেখছেন না রণবীর কাপুর। আর তাতেই নাকি ফাটল ধরেছে ক্যাটরিনা-রণবীরের সম্পর্কে।
কিছুদিন ধরে বলিউড পাড়ায় ‘বিগ ব্রেকিং’ ব্রেকআপ হয়েছে ক্যাটরিনা-রণবীর কাপুরের। যদিও এই সম্পর্কে এতদিন মুখ খোলেননি প্রেমিক-প্রেমিকার কেউই। কিন্তু সম্প্রতি ক্যাট বলেন, ‘যতদিন না আমি বিয়ে করছি ততদিন আমি সিঙ্গেল আছি আর থাকব। তাই ব্রেকআপের কথাটার কোনো মানেই হয় নেই আমার কাছে’। তাহলে সালমান-রণবীর দুজনই তার তালিকা থেকে বাদ! প্রশ্ন হলো এবার কে?
তবে ক্যাটরিনার এই কথায় ব্রেকআপ আগুনে পড়েছে ঘি। এতদিন যেটা ছিল কেবল উড়ো খবর এখন সেটা আরো জোড়াল হল। নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন ক্যাটরিনা ও রণবীর। লিভিংও করছিলেন অনেক দিনধরে। এমনকি শোনা যাচ্ছিল চলতি বছরের বিয়েটা সেরে ফেলবেন তারা। কিন্তু সুখবরের বদলে এলো ব্রেকআপের খবর।
তবে বরাবরই নিজের ব্যক্তিগত কথা সবার সামলে বলার সাহস দেখিয়েছেন ক্যাটরিনা। তা সে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার কাহিনি হোক আর নতুন সম্পর্কের কথা। কিন্তু এবার নিজেকে ‘সিঙ্গল’ কেন বললেন ক্যাট। তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি সত্যি ব্রেকআপ হয়েছে ক্যাট-রণবীরের।
উল্লেখ্য, রণবীর-ক্যাটরিনা সম্পর্কের শুরু ‘অজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সেট থেকে। তারপর থেকে তাদের ডেটিংয়ের শুরু। একসঙ্গে দুজনকে নানা সময়ে দেখাও গিয়েছে অতি সম্প্রতি। একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন। কিন্তু সত্যিই তাতে ছন্দপতন ঘটে গিয়েছে কিনা, ক্যাটরিনা অন্তত তা খোলসা করতে নারাজ।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই