বিনোদন ডেস্ক: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় নিঃসন্দেহে উঠে আসে সোহিনী সরকারের নাম। এখন তো আবার ভক্তদের কাছে সোহিনী সত্যবতী হিসাবেই বেশি পরিচিত। ছোট পর্দা থেকে বড় পর্দার জার্নিতে সফল সোহিনী।
শেষবার দেখা গিয়েছে আবার বিবাহ অভিযানে। বক্স অফিসেও বেশ ভালোই ব্যবসা করেছে ছবিটি। সাফল্য মিলতেই বেড়িয়ে পড়লেন ছুটির ফাঁদে। সোজা চলে গেলেন বিদেশ। নিউ ইয়র্কে হলিডে মুডে ধরা দিলেন সোহিনী সরকার। বৃহস্পতিবার নিজের ইনস্টা হ্যান্ডেলে সুদূর আমেরিকা থেকে হুল্লোড়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
সোহিনীর পোস্টে একটা মিষ্টি কমেন্ট করেছেন ওগো বধূ সুন্দরী খ্যাত ঋতাভরী চক্রবর্তী। তিনি লেখেন, 'কী সোনা সোনা ভিডিও টা'। ভক্তরাও সোহিনীর বেড়াতে যাওয়ার ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন। এক ভক্ত লিখেছেন, 'বিদেশেও তোমাকে শাড়ি পরে দেখতে চাই'।
রকি যাদব নামে এক ব্যক্তি তো সোহিনীর প্রেমে পাগল হয়ে লিখেই ফেললেন, 'তুমি শুধু আমার'। অনুরাগীদের ভালোবাসায় একেবারে উপচে পড়েছে কমেন্ট বক্স। কেউ লিখছেন, 'সত্যিই দারুণ' তো কেউ আবার 'খুব সুন্দর লাগছে তোমাকে দিদিভাই'।
'কুইন অফ হার্টসের' মতোও কমেন্ট পড়েছে সোহিনীর বিদেশ ট্রিপের ভিডিয়োতে। এছাড়াও লাভ, ফায়ারের মতো ইমোজি তো আছেই। নীল জলরাশির মাঝে ইয়টে চেপে চলছে দেদার মস্তি। কাজের সব ব্যস্ততাকে ভুলে এখন সোহিনীর সময় শুধু আনন্দের।