বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১২:১৬:১২

এবার অনুরাগী যা করলেন, তা দেখে হতবাক নুসরাত!

এবার অনুরাগী যা করলেন, তা দেখে হতবাক নুসরাত!

বিনোদন ডেস্ক: অনুরাগীরা সেলেব্রিটিদের মন জিতে নিতে কত কিছুই না করে, ফুল পাঠান, রক্ত দিয়ে চিঠি লেখেন। নানা উপহার তো থাকেই লিস্টে। তবে নুসরাত জাহানের এক অনুরাগী যা করলেন, তা দেখে হতবাক নুসরাতও!

সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় কয়েকটা ছবি পোস্ট করেছেন নুসরত। যার ক্যাপশনে নুসরাত লিখলেন, ‘জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত কর।’ নুসরাতের এই পোস্ট দেখে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। অনেকেই পোস্টের নিচে নুসরাতকে উদ্দেশ্য করে লিখেছেন, হঠাৎ কী হল, কোন ব্যথার কথা বলছেন? 

তবে এসব মন্তব্যের বাইরে চোখ গেল নুসরাতের এক অনুরাগীর মন্তব্যের উপর। যেখানে অনুরাগী সরাসরি নুসরাতকে প্রেম নিবেদন করলেন। তবে শুধু প্রেমই নয়, নুসরাতকে লিখলেন, বিয়ে করবেন আমাকে? এদিকে নিজের প্রযোজিত প্রথম ছবির নায়িকা নুসরাত জাহান। বাবা যাদবের পরিচালনায় ‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে ভক্তদের সারপ্রাইজ দিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে