বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ০৬:১৩:২০

বলিউড তারকা হয়েও এরা কেউ ভারতীয় নাগরিক নন!

বলিউড তারকা হয়েও এরা কেউ ভারতীয় নাগরিক নন!

বিনোদন ডেস্ক: বলিউড দাঁপিয়ে বেড়ালেও এদের অনেকেই ভারতীয় নাগরিক নন। এখনকার বলিউডের বেশিরভাগ তারকাদের বিদেশের নাগরিত্ব আছে। জেনে নিন, বলিউড তারকা হয়েও যারা ভারতীয় নাগরিক নন:-

দীপিকা পাডুকোন: ১৯৮৬ সালের জানুয়ারিতে এই বলিউড তারকার ডেনমার্কের কোপেনহেগেন শহরে জন্ম হয়েছিল। এখন তাকে তার ভক্তরা ভারতীয় বলেই জানেন। তবের তার ড্যানিশ নাগরিকত্ব রয়েছে। যদিও তিনি বড় হয়েছেন বেঙ্গালুরুতে।

আলিয়া ভাট: মহেশ ভাটের ছোট মেয়ে এবং বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী আলিয়া ভাট প্রচুর নাম অর্জন করেছেন। বর্তমান প্রজন্মের এই হার্টথ্রব নায়িকা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। তবে তার কাছে ভারতের নাগরিকত্ব নেই।

অক্ষয় কুমার: বলিউড অভিনেতা অক্ষয় কুমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে খিলাড়ি কুমার নামে বিশেষ পরিচিত। কানাডা সরকার তাকে সে দেশের নাগরিকত্ব দিতে চাইলে, অক্ষয় তা গ্রহণ করেন। তা সত্ত্বেও তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অতিপ্রিয় তারকা, এবং জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।

ক্যাটরিনা কাইফ: তিনি ১০ বছরের বেশি কাটিয়েছেন ভারতের হিন্দি ছবির জগতে। তা সত্ত্বেও এখনও তিনি ব্রিটিশ পাসপোর্ট-হোল্ডার। অভিনেত্রীর বাবা কাশ্মিরী। হংকংয়ে জন্মগ্রহণ করেন বলি সুন্দরী। তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। মায়ের শিকড় থেকে এই নাগরিকত্ব পান তিনি।

নার্গিস ফাকরি: তিনি পাকিস্তানী, এ কথা জানেন প্রায় সকলেই। কিন্তু, ‘রকস্টার’ খ্যাত এই অভিনেত্রী আসলে মার্কিন নাগরিক। অভিনেত্রীর বাবার পাকিস্তানি ও মা চেক প্রজাতন্ত্রের। তার রয়েচে মার্কিনি নাগরিকত্ব।

জ্যাকুলিন ফার্নান্দেজ: শ্রীলঙ্কার সেরা এই সুন্দরী বর্তমানে বলিউড কাঁপাচ্ছেন। কিন্তু তার নাগরিকত্ব শ্রীলঙ্কার। সংকট আর সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের।

সানি লিওনি: সানি লিওন ভারতে জন্মগ্রহণ করলেও তার কাছে বিদেশের নাগরিকত্ব আছে। তিনি কানাডার নাগরিক। এছাড়াও কাজ করার আগে তিনি তার স্বামীর সঙ্গে আমেরিকায় থাকতেন। সুতরাং, তার কাছে আমেরিকান নাগরিকত্বও রয়েছে। অভিনেত্রী ক্যানাডিয়ান-আমেরিকান নাগরিক এবং তার আমেরিকান নাগরিকত্ব রয়েছে।

নোরা ফাতেহি: নোরা ফতেহি টিনসেল টাউনে এখন এক জনপ্রিয় নাম। তার নাচ থেকে শুরু করে ফ্যাশন, প্রতিটা পদে পদে তিনি যেভাবে সকলের নজর কেড়েছেন তা এক কথায় বলতে গেল প্রশংসার দাবি রাখে। কিন্তু জানেন কি তিনি ভারতীয় নন। এই তারকার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তাই তার কাছে কানাডার নাগরিকত্ব আছে।

কল্কি কোয়েচিলিন: কল্কি কোয়েচিলিন বাস্তবে ভারতীয় নাগরিক নন। ভারতের পুদুচেরিতে জন্মগ্রহণ করেছিলেন। আর কল্কির শৈশবের বড় অংশ কেটেছিল শ্রী অরোভিলে। তার পর তাদের নতুন ঠিকানা হয় তামিলনাড়ুতে উটির কাছে কল্লাত্তি গ্রাম। কিন্তু তার কাছে রয়েছে ফরাসি পাসপোর্ট কারণ তিনি জন্মেছেন ফরাসি অভিভাবকের ঘরে।

এভলিন শর্মা: প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে না পরলেও এভলিন শর্মা বলিউডের জনপ্রিয় মুখ। সম্প্রতি স্যান ফ্রান্সিস্কোতে আছেন এভলিন শর্মা। ২০১২ সালে ফ্রম সিডনি উইথ লাভ ছবি দিয়ে বলিউডে পা রাখা। তবে বলিউডের এই অভিনেত্রী আসলে জার্মান মডেল। তার বাবা পাঞ্জাবী আর মা জার্মান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে