বিনোদন ডেস্ক: বহুমূল্যের গাড়ি উপহার পেলেন কৌশানী মুখার্জী। বনি সেনগুপ্ত নন, টলিউড অভিনেত্রীকে এই উপহার দিয়েছেন তাঁর আরেক ‘কাছের মানুষ’। তবে সরাসরি সোশ্যাল মিডিয়ায় সেই গাড়ির ছবি পোস্ট করেননি অভিনেত্রী।
সম্ভবত কয়েক মাস আগে বন্ধু বনি সেনগুপ্তর গাড়ি বিতর্ক থেকে শিক্ষা নিয়েই নেটপাড়ায় নতুন কোনও কটাক্ষের শিকার হতে নারাজ তিনি। তাই এই সুখবরের ঠাঁই হয়েছে কৌশানীর ইনস্টা স্টোরিতে। মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়ানোয় বিপাকে পড়তে হয়েছিল বনিকে!
গাড়ি কেনা নিয়ে কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য পেয়েই ইডির কড়া ব়্যাডারে পড়েছিলেন ইন্ডাস্ট্রির ‘মোস্ট লিডিং হিরো’! যার জেরে রাজ্য-রাজনীতির পাশাপাশি বিনোদুনিয়াও তোলপাড় হয় তখন। বনি সেনগুপ্তর সেই গাড়ি বিতর্ক অতীত হওয়ার পর এবার কয়েক মাস ঘুরতে না ঘুরতেই প্রেমিকা কৌশানীর কালেকশনে নতুন গাড়ি।
আর বহুমূল্য সেই গাড়ি তিনি বনির কাছ থেকে নন, উপহার পেয়েছেন অন্য এক কাছের মানুষের তরফে। কে তিনি? অভিনেত্রী নিজেই ছবি শেয়ার করে জানান দিয়েছেন তার পরিচয়। তিনি কৌশানীর বাবা। বাবার কাছ থেকেই বহুমূল্য বিলাসবহুল এক গাড়ি উপহার পেয়েছেন অভিনেত্রী।