বিনোদন ডেস্ক: ভারতের মালয়ালম অভিনেত্রী নিত্যা শশীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ। ৭৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন তিনি। ঘটনায় অভিনেত্রী ও তার বন্ধুকে গ্রেফতারও করা হয়েছে।
সূত্রের খবর, ওই বৃদ্ধ ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার কাছ থেকেই ১১ লাখ টাকা প্রতারণা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিনেত্রী এবং তার বন্ধু বিনু নামে ওই বৃদ্ধকে নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করেছেন প্রতি মুহূর্তে বলে খবর।
নিত্যা শশী কেরালার পাঠানমথিট্টার বাসিন্দা এবং বিনু কোল্লামের পারাভুরের বাসিন্দা৷ পুলিশ জানায়, বৃদ্ধের কাছ থেকে ভাড়ায় বাড়ি নেওয়ার উদ্দেশে তার সঙ্গে যোগাযোগ করেন অভিনেত্রী। অভিনেত্রী তার সঙ্গে একটা সময় কিছু ছবি শেয়ার করেছিলেন। এবং পরে তাকে ব্ল্যাকমেইল করেন এবং তার কাছ থেকে ২৫ লাখ টাকা দাবি করেন।
অভিযোগকারী অভিযোগে বলেছেন যে অভিনেত্রী তাকে বাড়ির ভিতরে ডেকে ভয় দেখাতেন এবং একসঙ্গে ছবি তোলার আগে তার পোশাক খুলে দিতেন। সেসব ছবি তোলার সঙ্গে জড়িত ছিলেন নিত্যা শশীর বন্ধুও।
পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীকে টাকা দিতে ব্যর্থ হলে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার হুমকিও দিয়েছিলেন তিনি এবং পরিণতির ভয়ে ওই ব্যক্তি অভিযুক্তকে ১১ লাখ টাকা প্রদান করেছিলেন। অভিনেত্রীর বন্ধু তার কাছ থেকে আরও অর্থ আদায়ের চেষ্টা করার পরে ওই ব্যক্তি পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন।
১৮ জুলাই পারভোর থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন তিনি। অভিনেত্রী এবং তার বন্ধু বিনু অতীতে একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা, তা পুলিশ বর্তমানে তদন্ত করছে। বুধবার আসামিদের আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, নিত্যা শশী একজন আইনজীবী হয়েও অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী ছিলেন এবং টিভিতে জনপ্রিয় একটি শোতেও বড় ভূমিকা পালন করেছিলেন। অভিনেত্রীর এমন ঘটনায় তাই সকলেই বেশ হতবাক। একজন বয়স্ক মানুষের সঙ্গে কীভাবে এমন কাজ করতে পারলেন অভিনেত্রী!
তবে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছেন। ৪১ বছরের নিথ্যা শশী মালয়ালাপুঝা, পাঠানমথিট্টার বাসিন্দা। তিনি একজন আইনজীবী এবং টেলিভিশন এবং ওটিটি উভয় ক্ষেত্রেই দেখানো জনপ্রিয় মালায়ালাম সিরিয়ালের একজন অভিনেত্রী।