শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ০৪:৫৩:৫৪

রণবীরের যে ছবির দেখে মাঝরাতে এয়ারপোর্টে ছুটলেন আলিয়া!

রণবীরের যে ছবির দেখে মাঝরাতে এয়ারপোর্টে ছুটলেন আলিয়া!

বিনোদন ডেস্ক: বলিউডের এই হার্টথ্রব নায়ক দীর্ঘ সময় পর ফিরলেন ফ্যাশন ব়্যাম্পে। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজিত ইন্ডিয়া কোচার উইকে ডিজাইনার কুনাল রাওয়ালের শো'জ স্টপার হিসাবে পাওয়া গেল রণবীর কাপুরকে। 

এই ফ্যাশন উইকের চার নম্বর দিন ফ্যাশন ব়্যাম্পে ‘জলওয়া’ দেখালেন রণবীর। নায়কের উজ্জ্বল উপস্থিতি নতুন মাত্রা যোগ করল কুণালের কালেকশন ‘ধুপ-ছায়োঁ’তে। এদিন ফ্যাশন ব়্যাম্পে রণবীরের লুঙ্গি প্যান্টে মুগ্ধ সকলে। আগুন গতিতে ভাইরাল হচ্ছে রণবীরের ফ্যাশন ওয়াকের ভিডিও ও ছবি। 

তারকার ‘অল ব্ল্যাক লুক’ অনেকের কাছেই প্রশংসা কুড়োচ্ছে, তবে কেউ কেউ অবশ্য রণবীরের হাঁটার ধরণ নিয়ে খুঁত ধরতে ছাড়েননি। এদিন কুণালের পোশাকে ঠিক কেমন সেজেছিলেন রণবীর? কালো রঙা বন্ধগলার সঙ্গে একই রঙা জ্যাকেট পরেছিলেন অভিনেতা। 

ফুল হাতা সেই বন্ধগলা জুড়ে সিকুইনের কাজ রয়েছে, সঙ্গে রুপোলি বোতাম। তার সঙ্গে কালো রঙা লুঙ্গি ও প্যান্ট। হ্যাঁ, রণবীরের একাংশে ছিল প্যান্ট, অন্যদিকে লুঙ্গি। এই ফিউশন পোশাক ঘিরে চর্চার শেষ নেই। পোশাকে আভিজাত্য থাকলেও কোনওরকম বাড়তি অ্য়াকসেসারিজ দিয়ে নিজেকে সাজাননি রণবীর। পায়ে কালো জুতো। 

রণবীর চার্ম থেকে চোখ সরল না কারুর। রণবীরের চিয়ারলিডার হয়ে এই ফ্যাশন শো-তে হাজির হতে পারেননি আলিয়া, মেয়ে রাহাকে নিয়ে মুম্বাইতেই ছিলেন রণবীর ঘরণী। কিন্তু তাতে কী! সোশ্যাল মিডিয়াতে রণবীরের হয়ে গলা ফাটাতে ভুললেন না আলিয়া।

ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীরের ফ্যাশন ব়্যাম্পে হাঁটার ভিডিয়ো শেয়ার করে ‘হট ফেস’ ইমোজি জুড়ে দেন আলিয়া। বোঝাই যাচ্ছে, রণবীরের এই লুক দেখে আলিয়ার মনে এখন ‘হায় গরমি!’ শনিবার ভোররাতেই রাজধানী দিল্লি থেকে মুম্বাই ফেরেন রণবীর। 

আর স্বামীকে সারপ্রাইজ দিতে মাঝরাতে এয়ারপোর্টে ছুটলেন আলিয়া। এয়ারপোর্টে ধসূর রঙা প্যান্ট ও শার্টে পাওয়া গেল রণবীরকে। গাড়ি থেকে বাইরে নামেননি আলিয়া। বউকে দেখে চমকে যান রণবীর। গাড়ির ভিতর হাসিমুখে পাওয়া গেল দুজনকে, সেই ছবি ফ্রেমবন্দি হয়েছে পাপারাৎজিদের ক্যামেরায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে