শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ০৫:১৯:৪৭

'একজন কার্টুনকে হিরো মানতে চান না দর্শকরা,' রণবীর সিংকে কঙ্গনা

'একজন কার্টুনকে হিরো মানতে চান না দর্শকরা,' রণবীর সিংকে কঙ্গনা

বিনোদন ডেস্ক: ২৮ জুলাই শুক্রবার অবশেষে মুক্তি পেয়েছে করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। মুক্তির দিনেই আলিয়া-রণবীরের ছবিটি দেখে ফেলেছেন বহু অনুরাগী। বলি ব্যক্তিত্বরা করণের উদ্যোগে দুদিন আগেই ছবিটি দেখেছেন।

ছবি দেখে প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু করণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে কী বলছেন কঙ্গনা? কঙ্গনা করণের ছবি নিয়ে সমালোচনা করবেন, সেটা আশাতীতই ছিল? আর সেটাই ঘটেছে। কিন্তু ঠিক কী বক্তব্য 'কুইন'-এর? 

রণবীর সিংকেও আলাদা করে পরামর্শ দিয়েছেন কঙ্গনা। তার কথায়, ‘রণবীর সিং-এর প্রতি আমার আন্তরিক পরামর্শ, ওঁর উচিত করণ জোহর এবং তার ড্রেসিং সেন্সের দ্বারা প্রভাবিত না হওয়া। ওর উচিত একজন সাধারণ মানুষের মতো পোশাক পরা, যেমন ধরমজি (ধর্মেন্দ্র) বা বিনোদ খান্নাজি তাদের নিত্যদিনের পোশাক পরেন।

ভারতীয় দর্শক একজন কার্টুন চেহারার ব্যক্তিকে তাদের হিরো বলে পরিচয় দিতে চান না। অনুগ্রহ করে দেখুন সমস্ত দক্ষিণের নায়করা কীভাবে তাঁরা সাজে এবং চালচলনে অত্যন্ত মর্যাদা ও সততার সঙ্গে নিজেদের তুলে ধরেন। ওরাও পুরুষ এবং মর্যাদাপূর্ণ… । দয়া করে আমাদের দেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না না (হাতজোড় ইমোজি)।’

করণকে কটাক্ষ করে কঙ্গনা বলেন, ‘ভারতীয় সিনেমার পতাকা ধরে এটিকে আরও পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন।’ 'রকি অউর রানি কি প্রেম কাহানি'কে একটি 'ভুয়ো' সিনেমার আখ্যা দিয়েছেন কঙ্গনা। 

কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রাম স্টোরিজে গিয়ে লেখেন, ‘দর্শকদের আর বোকা বানানো যাবে না। তারা নকল সেটে তৈরি করা ভীষণই খারাপ এবং বোকা বোকা, সৃজনশীলতাহীন ছবিগুলিকে ছুঁড়ে ফেলে দেয়। চরিত্রগুলিকে এমন পোশাক পরিয়েছেন, বাস্তবেও কি তারা এমন পোশাক পরেন? 

দিল্লিতে এধরণের কোঠাবাড়িই বা কোথায়? অপদার্থ! নব্বইয়ের দশকের নিজেরই ভিনটেজ সিনেমালি কপি করার জন্য করণ জোহরের লজ্জা হওয়া উচিত… এছাড়াও তিনি এই বোকামির জন্য ২৫০ কোটি টাকা কীভাবে খরচ করেন?  ওঁদের এত টাকা দেয় কে? অথচ প্রকৃত প্রতিভারা টাকা পায় না!’

করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে টিভি সিরিয়াল বলে কটাক্ষ করেছেন কঙ্গনা। তাঁর কথায়, ‘ভারতীয় দর্শকরা পারমাণবিক অস্ত্রের উৎপত্তি এবং পরমাণু বিজ্ঞানের জটিলতার উপর ৩ ঘন্টার লম্বা ছবিও দেখে ফেলেছেন, এদিকে নেপো গ্যাংরা এখনও শাস-বহু সিরিয়াল বানাচ্ছেন। এটা বানাতে ২৫০ কোটি টাকা লাগে? এই সিরিয়ালটার জন্য?’

কঙ্গনা বলেন, ‘করণ জোহরের এই ছবির নাম উচ্চারণ করতেও লজ্জা হচ্ছে। নিজেকে আবার ভারতীয় সিনেমার পতাকাবাহী বলেন, আসলেই সিনে-দুনিয়াকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। টাকা নষ্ট করবেন না, এটা সিনেমার দুনিয়ার জন্য বিশেষ ভালো সময় নয়। আপনি বরং এখন অবসর নিন, তরণ সিনেমা নির্মাতাদের ভালো কিছু বৈপ্লবিক ছবি তৈরি করতে দিন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে