শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ০৮:৪১:৪২

ঘটনার আকস্মিকতায় চমকে উঠলেন শাকিরা

 ঘটনার আকস্মিকতায় চমকে উঠলেন শাকিরা

বিনোদন ডেস্ক : ইঁদুরে অনেকেই ভয় পান। কিন্তু দুনিয়াজোড়া যার খ্যাতি সেই কলম্বিয়ান পপ তারকা ‘ওয়াকা-ওয়াকা’ খ্যাত শাকিরাও যে ভয় পান, কে জানত?

সদ্য মুক্তি প্রাপ্ত ‘কোপা ভাসিয়া’ গানের শুটিংয়ের সময়েই ছোট্ট এক ইঁদুরের আচমকা হানায় কীভাবে তিনি অস্বস্তিতে পড়েছিলেন, সেই ভিডিও প্রকাশ হয়েছে। খোদ পপ তারকাই ওই ভিডিও প্রকাশ করেছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি শাকিরা তার ইনস্টাগ্রামের পাতায় এই গানের শুটিংয়ের সময়কার নেপথ্যের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন। সেখানেই দেখা যাচ্ছে, নিম্নাঙ্গে মৎস্যকন্যার ভারি লেজ, বক্ষ যুগলে রাংতা দিয়ে নকশা করা। গোলাপি চুল দিয়ে ঢেকেছেন পিঠ। কালো প্লাস্টিকের চারপাশে আবর্জনা, মাঝে মধ্যে উঁকি মারছে জমা জল, তার ওপর শুয়ে শাকিরা। 

ক্যামেরা চালু হতেই হঠাৎ বিরাট আকারের এক ইঁদুরের দেখা। চমকে ওঠেন গায়িকা। বোঝাই যাচ্ছে, ঘটনার আকস্মিকতায় চমকে উঠছেন তিনি। তবে নড়াচড়া করার উপায় নেই। কারণ তার পোশাক। মৎস্যকন্যার বেশে তার কোমর থেকে পা পর্যন্ত ঢাকা। যার ফলে ভয় পেয়ে উঠে বসলেও নড়তে পারেননি।

বেশ কয়েক দিন ধরেই চর্চায় রয়েছেন ‘পপ সম্রাজ্ঞী’ শাকিরা। সম্প্রতি চর্চিত প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দি হন তিনি। স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে এখন অতীত। গত বছর জুন মাসে শাকিরা এবং পিকে তাদের সম্পর্কে ইতি টানেন। 

চলতি বছরেই ক্লারা চিয়া মার্টি নামের এক প্রচার সহায়কের সঙ্গে সম্পর্কে জড়ান পিকে। এ বার বছর ঘুরতেই শাকিরার জীবনে ফের প্রেমের আগমন? শোনা যাচ্ছে ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনকে ডেট করছেন এই কলম্বিয়ান পপ তারকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে