রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ০২:৩৩:০৮

তা গোপনই থাক, এখনই জানাতে চাই না: অপু বিশ্বাস

তা গোপনই থাক, এখনই জানাতে চাই না: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরে আবার কলকাতায় উড়াল দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে যোগ দিয়েছেন কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে। 

কলকাতায় পা দিয়ে স্থানীয় গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অপু। অপু বলেন, ‘ভীষণ ক্লান্ত, তবুও কলকাতার মানুষের ভালবাসার টানেই চলে আসা।

‘লাল শাড়ি’ দেখানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে। তার ওপর আবার প্রযোজক হিসাবে অভিষেক। তাই বাড়তি উত্তেজনা রয়েছে।’ অপুর কথায়, ‘যুক্তরাষ্ট্রে ভ্রমণ গোটাটাই ছেলে জয়ের কথা ভেবে।

বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে তো খুব খুশি। সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝে মধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে। তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো!’

কিন্তু শাকিব-অপু কি শিগগিরই একসঙ্গে ফের সংসার করবেন? এ প্রসঙ্গে অপুর জবাব, ‘যুক্তরাষ্ট্রে আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে