বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান প্রেম করছেন রোমানিয়ান মডেল তারকা লুলিয়া ভান্তুরের সাথে। এমন গুঞ্জন বহুদিন ধরেই। তবে এবার গুঞ্জন উঠেছে লুলিয়া নাকি সালমান খানের জন্য হিন্দি শেখার চেষ্টা করছেন।
জানা গেছে, লুলিয়া ভাঙা ভাঙা গলায় দু’ একটি হিন্দি জানলেও পুরোপুরি হিন্দি তিনি জানেন না। এমনকি হিন্দি সব ভাষা তিনি বুঝেনও না। ফলে কারো সঙ্গে কথা বলার সময়ও বেশির ভাগই বুঝতে ব্যর্থ হন তিনি। বিশেষ করে সালমানের অনেক কথা বুঝতে পারেন না। তাই তিনি হিন্দি শেখার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, সালমান এবং লুলিয়ার প্রেমের গুঞ্জন শুরু হয় অর্পিতার বিয়ের সময় থেকে। বিয়েতে লুলিয়াকে ‘গার্লফ্রেন্ড’ হিসেবে সকলের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সালমান। পরে ফার্মহাউজে একসঙ্গে ডিনারও সারেন তারা।
এরপর রোমানিয়ার এক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেছে লুলিয়া ভান্তুরের।
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন