বিনোদন ডেস্ক: কয়েকদিন ধরেই জিতু কমল ও নবনীতা দাসের বিচ্ছেদ নিয়ে সরগরম নেটপাড়া। গত মাসের ২৯ তারিখ ফেসবুক পোস্টে বিয়ে ভাঙার কথা জানান অভিনেত্রী নবনীতা দাস। তাদের সাজানো সংসারে আচমকা ভাঙনের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো অবাক হয়ে যায় সকলেই।
তৃতীয় ব্যক্তির উপস্থিতি নয়, একে অপরকে সময় দিতে না পারার জেরেই ভেঙেছে বিয়ে, ফেসবুক লাইভে এসে সে কথা নিজের মুখে বলেছিলেন নবনীতা। নবনীতার পোস্টের পরে জীতুর পোস্ট ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। এমনকী সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের রোষের মুখে পড়তে হয়েছিল জিতু কমলকে।
সেই সময় গুজব রটে যায় যে জীতুর অন্য সম্পর্কের কারণেই ভাঙছে তাদের সম্পর্ক। নাম জুড়ে যায় জিতুর বর্তমান সহ অভিনেত্রী শ্রাবন্তীরও। তার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়। জিতু মুখে কুলুপ আঁটলেও এই ঘটনা নিয়ে মুখ খোলেন নবনীতা।
অভিনেত্রী স্পষ্ট জানান, দুজনের সম্মতিতেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত। বাইরের কেউ এই সম্পর্ক ভাঙার জন্য দায়ী নয়। এরপরেই সামনে আসে নয়া ঘটনা। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো জিতু নয়, সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রীই। স্নেহাল অধিকারীর সঙ্গে নবনীতার পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
তবে সরাসরি তারা একে অপরের বিষয়ে কথা না বললেও একের পর এক পোস্টে তাঁরা সাঙ্কেতিক বার্তা দিচ্ছেন। স্নেহালের কথা সামনে রেখেই যখন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে নবনীতাকে তখন এসবের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে জীতুর এক পোস্ট।
জিতু লেখেন, ''আমি ভাবুক, ইচ্ছুক নই/ আমি প্রেমিক, বিকৃত নই/ আমি চিন্তন, চিরন্তন নই/ আমি সৃষ্টিশীল, সৃষ্টিকর্তা নই আমি দোষারোপ, দোষী নই…।'' জীতু সেই পোস্টের পরেই ফের চার লাইন পোস্ট করেন নবনীতা। সেই পোস্টে কারোর নাম না থাকলেও, কার উদ্দেশ্যে লেখা, তার উল্লেখ না করা থাকলেও অনুমান জিতুর প্রসঙ্গেই একথা লিখেছেন।
নবনীতা লেখেন, ‘আবেগপ্রবণ হওয়া ভালো, অন্ধ নয়/ ইগো ছেড়ে দেওয়া ভালো, আত্মসম্মান নয়/ খারাপ স্মৃতি ভুলে যাওয়া ভালো, তার দাগ নয় / মাথা নিচু করা ভালো, তবে সত্যের কাছে, ভেসে ওঠা মিথ্যার কাছে নয়…’।