মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩, ০৩:৫৪:০০

বাবা-মেয়ে এই প্রথম একসঙ্গে পর্দায়

 বাবা-মেয়ে এই প্রথম একসঙ্গে পর্দায়

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একসঙ্গে হাজির হলেন বলিউডের ছোট নবাব সাইফ আলি খান ও তার কন্যা সারা আলি খান। সম্প্রতি একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন বাবা-মেয়ে। সারা পুলিশের ভূমিকায় আর তার বাবা সাইফ আসামির ভূমিকায়।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, সাইফ অন্য একজনের সঙ্গে গাড়ির বীমা নিয়ে কথা বলছেন। তার পরনে ছিল কয়েদির পোশাক। হঠাৎই সেখানে হাজির হন ‘পুলিশ’ সারা। এসে বলেন নির্দিষ্ট অ্যাপে তুলনা না করে যেকোনো বীমা করানো উচিত নয়।

বাবা-মেয়ের বিজ্ঞাপনটি প্রকাশ হওয়া মাত্র বেশ সাড়া ফেলেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়েছে। সারা নিজে লিখেছেন, ‘আমি তো বাবাকে গাড়ির বীমা নেওয়ার নতুন কায়দা শিখিয়ে দিলাম। কারণ বাবাকে নতুন কিছু শেখানোর ক্ষেত্রে কেউ কখনো ছোট হয় না।’ প্রথমবারের মতো বাবা-মেয়েকে পর্দায় দেখে দারুণ উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। অনেকের দাবি, এবার একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দুজনকে।

সাইফ আলি খানের প্রথমে স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা। সেই সংসারে ছেলে ইব্রাহিমও আছেন। সারা ইতিমধ্যে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন। শিগগিরই বলিউডে পা রাখতে যাচ্ছেন ইব্রাহিমও। নিজের প্রথম চলচ্চিত্রে কাজলের বিপরীতে অভিনয় করবেন সাইফপুত্র। সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে