সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪১:১১

এবার বিচ্ছেদের পথে সালমানের আরেক ভাই সোহেল খান

এবার বিচ্ছেদের পথে সালমানের আরেক ভাই সোহেল খান

বিনোদন ডেস্ক : সম্প্রতি খবর রটেছিল সালমান খানের ভাই আরবাজ খানের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটতে যাচ্ছে মালাইকা অরোরার। আর এবার খবর ছড়িয়েছে সালমান খানের আরেক ভাই সোহেল খান ও সীমা খানের বিচ্ছেদ হতে চলেছে!

অভিনেত্রী হুমা হুমা কুরেশির সাথে সোহেল খানের গোপন সম্পর্কের জের ধরে এই বিচ্ছেদ হচ্ছে বলে খবের বলা হচ্ছে। এ নিয়ে বলিউডজুড়ে এখন চলছে তুুমুল আলোচনা।

খবরে বলা হচ্ছে, মুম্বাইয়ের নানা জায়গায় তাদের একসঙ্গে নাকি কয়েকবার দেখাও গিয়েছে। সালমান খানের গত জন্মদিনের পার্টিতেও নাকি ঘনিষ্ঠ ছিলেন সোহেল-হুমা!

যদিও সে খবরকে অস্বীকার করে সীমার দাবি করেছিলেন, সালমানের জন্মদিনের পার্টিতে তারা সপরিবারে হাজির ছিলেন। সেখানে প্রায় ৫০০ অতিথির মধ্যে হুমা ছিলেন না। তাই সোহেল-হুমার ঘনিষ্ঠতার খবর একেবারেই মিথ্যে।  

সীমা প্রকাশ্যে মুখ খোলার পর ওই সম্পর্ক নিয়ে টুইট করেছিলেন হুমাও। সেখানে মুম্বাইয়ের এক সংবাদপত্রকে আক্রমণ করে নায়িকা লিখেছিলেন, সোহেল তার বড় দাদার মতো। কোনও তথ্য যাচাই না করেই যা খুশি লিখে দেয় মিডিয়া।

তবে এখন প্রশ্ন উঠছে সে দিন হুমার সঙ্গে সোহেলের সম্পর্ক অস্বীকার করলেও আজ কেন তার কারণেই বিচ্ছেদ চাইছেন সীমা?
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে