বিনোদন ডেস্ক : একই কথা শুনতে শুনতে প্রায় ক্লান্ত ক্যাটরিনা কাইফ। সবখানেই একটাই প্রশ্ন, রণবীরের পর সালমান খানের কাছেই কি ফিরছেন ক্যাটরিনা? এমন কথা শুনতে আর ভালো লাগছে না তার। এবার তিনি বিরক্ত হয়েই বলে ফেললেন, ‘আমি সিঙ্গল’।
সম্প্রতি ক্যাটরিনা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে সব খবর পড়ছি তাতে খুব খারাপ লাগছে আমার। আমি বিশ্বাস করি বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেকেই সিঙ্গল থাকে। আমি এখনও বিয়ে করিনি। তাই আমি সিঙ্গল। এটাও পরিষ্কার করে দেওয়া ভাল যে আমি এনগেজও নই।’
ক্যাটরিনা-রণবীর কখনওই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্য মুখ খোলেননি। কখনও ভিয়েনার রাস্তায় হাত ধরে হাঁটতে গিয়ে পাপারাত্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। কখনও বা স্পেনের সমুদ্র সৈকতে একান্তে সময় কাটানোর সময় লেন্সবন্দি হয়েছেন। আবার কাপুদের ফ্যামিলি পার্টিতেও ক্যাট সুন্দরীর উপস্থিতি রণবীরের সঙ্গে তার প্রেমের সম্পর্কেরই ইঙ্গিত ছিল বলে মত বলিউডের একাংশের।
কিন্তু ক্যাটরিনার দাবি, তার কেরিয়ার বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক বেশি আলোচনা করছে মিডিয়া। তার কথায়, ‘আমার কাজ নিয়ে কোনও আলোচনা হয় না। এটা আমাকে দুঃখ দেয়। ব্রেকিং নিউজে সব সময় থাকে আমার পার্সোনাল লাইফ। কিন্তু ধরুন, বিশ্বের প্রথম পাঁচ নায়িকার মধ্যে আছেন ক্যাটরিনা…. আমি এমন খবরও দেখতে চাই।’
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন