বুধবার, ০২ আগস্ট, ২০২৩, ১১:১১:২৯

শাকিব খানকেই বেছে নেব: ইধিকা পাল

 শাকিব খানকেই বেছে নেব: ইধিকা পাল

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমা। এ সিনেমায় ঢালিউড অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচিত হয়েছেন কলকাতার ইধিকা পাল। শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ নায়িকাকে প্রশংসায় ভাসিয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলীও।

ইধিকা রোববার হঠাৎ করেই ঢাকায় এসেছিলেন। পরে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হন তিনি। সেখানে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন। 

এ সময় উপস্থাপক ইধিকা পালের কাছে জানতে চান— শাকিব খান ও আফরান নিশোর সঙ্গে একসঙ্গে অভিনয়ের অফার পেলে কাকে বেছে নেবেন? প্রশ্নোত্তরে ইধিকা বলেন, সুযোগ হলে দুজনের সঙ্গেই কাজ করব। আর যদি দুজন থেকে একজনকে বেছে নিতে বলেন তা হলে শাকিব খানকেই বেছে নেব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে