বুধবার, ০২ আগস্ট, ২০২৩, ১১:৪৮:৩৬

হাফপ্যান্ট পরে ওখানে কেন? চরম ক্ষোভের মুখে একতা কাপুর!

হাফপ্যান্ট পরে ওখানে কেন? চরম ক্ষোভের মুখে একতা কাপুর!

বিনোদন ডেস্ক: ফের পোশাক নিয়ে নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়লেন একতা কাপুর। হাফপ্যান্ট পরেই মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন বলিউড প্রযোজক। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চরম ক্ষোভের মুখে জিতেন্দ্রকন্যা।

মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে ‘ড্রিম গার্ল ২’। আয়ুষ্মান খুরানা অভিনীত ছবির প্রযোজক একতা। নিজের ছবির জন্য প্রার্থনা করতেই হয়তো সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন হিন্দি টেলিভিশনের ক্যুইন। কিন্তু হিতে হল বিপরীত। পোশাকের জন্য নেটিজেনদের রোষানলে পড়লেন তিনি।

“ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত”, “মন্দিরে গেছেন না মর্নিং ওয়াকে?”, এমন মন্তব্য করা হয়েছে একতার ভিডিওতে। একজন আবার লেখেন, “দর্শন করতে গেছিলেন না দর্শন করাতে? শর্টস পরে মন্দিরে? বিরক্তিকর।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে